• ইচ্ছেডানা, উড়ান মুক্তচিন্তার
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • পাখি মানেই স্বাধীনতা। খাঁচার অন্ধকার নয়, ডানা মেলে উড়ে বেড়ানো। মুক্ত বিহঙ্গের বার্তা নিয়ে সুবর্ণজয়ন্তী বর্ষে পুজোর থিম বেছে নিয়েছে ফুলিয়া বিদ্যাসাগর বিদ্যাপীঠ। তাদের এ বারের পূজার থিমের নাম— ইচ্ছেডানা। শান্তিপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠের দুর্গাপুজো এ বার ৫০ বছরে পড়ল। তাই উদ্যোক্তারা বিশেষ নজর দিয়েছেন থিম ও শিল্পকর্মে। মণ্ডপ জুড়ে সাজানো হয়েছে অসংখ্য থার্মোকলের তৈরি পাখি। সামনে খাঁচা থাকলেও তার দরজা খোলা। বার্তা স্পষ্ট। খাঁচা নয়, প্রকৃতির সঙ্গে মিশে স্বাধীনতায় বাঁচুক পাখি।

    শিল্পীরা তুলে ধরেছেন বর্তমান সমাজ বাস্তবতা। মণ্ডপের মাঝখানে সাজানো বিশাল টাওয়ার আর চারপাশে পাখির অজস্র মডেল। বার্তা, অগণিত টাওয়ারের আড়ালে আজ বিপন্ন হচ্ছে সমগ্র পক্ষীকূল। মণ্ডপের প্রবেশপথে রয়েছে এক মানুষের অবয়ব, পিঠে ডানা মেলে ধরা। যেন সমাজের অন্ধকার, কু-সংস্কার ও নেতিবাচকতাকে সরিয়ে দিয়ে মুক্তচিন্তার প্রসারের প্রতীক। মণ্ডপ সাজানো হয়েছে মাটির কলসিতে রাখা আলো দিয়ে। সেখান থেকেও প্রতিফলিত হয়েছে সামাজিক বার্তা— জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র।

    বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার প্রবীণ নাগরিকদের হাত ধরে ফিতে কেটে উদ্বোধন হয় এই সুবর্ণজয়ন্তী পুজোর। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনাও দেওয়া হয়।

    এর আগেও তাঁতশিল্প কিংবা স্থানীয় সংস্কৃতিকে মণ্ডপসজ্জায় তুলে ধরেছিল বিদ্যাসাগর বিদ্যাপীঠ। এ বারের সামাজিক বার্তাও বিশেষ ভাবে নজর কেড়েছে।

    ক্লাবের সদস্য অজয় বিশ্বাস বলেন, “আমাদের এবারের থিম ইচ্ছেডানা। আমরা বলতে চাইছি, পাখিকে খাঁচায় বন্দি নয়, বরং খোলা আকাশে উড়তে দিতে হবে।”

    সুবর্ণজয়ন্তীর পুজোয় তাই এ বারে স্বাধীনতার গান, মুক্তচিন্তার উড়ান।
  • Link to this news (আনন্দবাজার)