ইরান-যাত্রা নিয়ে ধোঁয়াশা বাগানের
আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
গত বছর অগ্নিগর্ভ যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানে ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে খেলতে না গিয়ে শাস্তির কোপে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এ বারও ইরানে সেপাহান এফসির বিরুদ্ধে এএএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে মোহনবাগানের যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সবুজ-মেরুন শিবিরের দাবি, চার বিদেশি ফুটবলার জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস ও টম আলড্রেডের ভিসা পাওয়া নিয়ে নাকি সমস্যা তৈরি হয়েছে।
ব্রিটেন ও অস্ট্রেলিয়ার নাগরিকদের ইরানের ভিসা পেতে সমস্যা হয়। সেপাহানের ম্যানেজার মির সালেহিয়ান যদিও জানিয়েছেন, বিদেশি-সহ মোহনবাগানের ফুটবলারদের ভিসা দেওয়া হয়েছে।
Link to this news (আনন্দবাজার)