তড়িদাহত হয়ে দু’জনের মৃত্যুতে গাফিলতির মামলা রুজু পরিবারের
আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
গত সোমবার সারা রাতের অতি প্রবল বৃষ্টিতে বানভাসিকলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং জলে ডুবে মৃত্যু হয়েছে আট জন নাগরিকের। যাঁদের মধ্যে তড়িদাহত হয়ে হরিদেবপুর থানা এলাকায় মারা যান শুভ প্রামাণিক(২৫) এবং শেক্সপিয়র সরণি থানা এলাকায় পবন ঘরামি (৩৪)।এ বার ওই দু’টি ঘটনায় মৃতদের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর মামলা রুজু করল। বাকিগুলির ক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এ দিকে, শহরে এক দিনে এত জনের মৃত্যুর ঘটনায় সিইএসসি-র কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত ভাবে রুজু করা মামলায় এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ।
লালবাজার জানিয়েছে, মঙ্গলবার সকালে হরিদেবপুরের মতিলাল গুপ্ত রোডে প্লাস্টিকের বোতলতৈরির কারখানায় কাজে গিয়েছিলেন পূর্ব বড়িশার বাসিন্দা শুভ প্রামাণিক। সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কারখানা কর্তৃপক্ষেরগাফিলতিতে শুভর মৃত্যু হয়েছে, এই মর্মে মালিকের বিরুদ্ধে মামলা করেন শুভর পরিজনেরা।পুলিশের একটি সূত্রের খবর, এই মামলার তদন্তে ডেকে পাঠানো হতে পারে অভিযুক্তদের।করানো হতে পারে ফরেন্সিক পরীক্ষাও।
অন্য দিকে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা পবনঘরামি কাজ করতেন মিন্টো পার্ক এলাকার একটি হোটেলে। অভিযোগ, মঙ্গলবার সকালেসেখানে ইনভার্টারের সুইচ অন করতে গিয়ে তিনি তড়িদাহত হন। পুলিশ জানিয়েছে, পবনের পরিবারের তরফে শেক্সপিয়র সরণি থানায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেগাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, ওই দিনই নেতাজিনগর, বেহালা, গরফা, বেনিয়াপুকুর এবংএকবালপুরে জলের মধ্যে পড়ে থাকা খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল আরও পাঁচ নাগরিকের। সেগুলিরক্ষেত্রে অবশ্য মৃতদের পরিবারেরতরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি।তবে, পুলিশ প্রতিটি ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মঙ্গলবারইগড়িয়াহাট এলাকায় জলে ডুবে মৃত্যু হয় এক জনের। সেটির ক্ষেত্রেও অস্বাভাবিক মৃত্যুরমামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে।