• পুজোর রাতে বিশেষ পরিষেবা বাস ও ট্রেনের
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • পুজো উপলক্ষে আজ, শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে সরকারি ও বেসরকারি বাসের বিশেষ পরিষেবা। কাল, শনিবার থেকে শিয়ালদহ ডিভিশন রাতে অতিরিক্ত লোকাল ট্রেনের পরিষেবা শুরু করছে। সপ্তমী থেকে নবমী, এই তিন দিন মেট্রো রেলের পাশাপাশি সারা রাত চালু থাকবে শহরতলির লোকাল ট্রেন এবং বাস পরিষেবাও।

    পঞ্চমী এবং ষষ্ঠীতে সকাল আটটা থেকে প্রায় রাত ১১টা পর্যন্ত উত্তর-দক্ষিণ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালু থাকবে। ওই দু’দিন বেশি রাত পর্যন্ত চলবে বেসরকারি বাস এবং লোকাল ট্রেনও। রাজ্য পরিবহণ নিগমও বিকেল পাঁচটার পরে প্রায় ৪০০ বাস নামাবে। পুজোয় সপ্তমী থেকে নবমী নিগম বিভিন্ন রুটে দৈনিক প্রায় ৫০০ বাস নামাবে। বিমানবন্দর-কেন্দ্রিক বিভিন্ন রুটে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সরকারি বাসের পরিষেবা মিলবে।

    প্রায় ২৪ ঘণ্টা রেল পরিষেবা সচল থাকবে শিয়ালদহ ডিভিশনেও। দিনের নির্ধারিত পরিষেবার বাইরে বিভিন্ন রুটে রাত ৯টা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত আরও ৩১টি লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা।

    পূর্ব রেল সূত্রের খবর, শিয়ালদহ-নৈহাটি-রানাঘাট রুটে রাত ৯টা ৪০ মিনিট থেকে ভোর ৩টে ১০ মিনিট পর্যন্ত ছ’টি অতিরিক্ত লোকাল ট্রেন চলবে। শিয়ালদহ থেকে কল্যাণী, বারাসত এবং বনগাঁ শাখাতেও বিশেষ লোকাল ট্রেন রাতে চালানো হবে। দক্ষিণে শিয়ালদহ থেকে বালিগঞ্জ, বারুইপুর এবং বজবজ শাখায় রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত বিশেষ লোকাল ট্রেনের পরিষেবা মিলবে।
  • Link to this news (আনন্দবাজার)