• যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে, নির্দেশ দিল হাই কোর্ট, তালা খোলা যাবে কবে
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুজোর ছুটিতে কোনও বহিরাগত যাতে ক্যাম্পাসে ঢুকতে না-পারে, সেটা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবেন।

    হাই কোর্ট জানিয়েছে, পুজোর ছুটির পরে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, দু’পক্ষের বিশ্বস্ত আধিকারিকেরা বসে নিরাপত্তা-সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করবেন। সিসি ক্যামেরা বসানো-সহ অন্যান্য বিষয়গুলি নিয়েও ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তার পরেই পরবর্তী শুনানিতে গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দিতে বলেছে উচ্চ আদালত। হাই কোর্ট জানিয়েছে, পুজোর ছুটির পরে আবার তালা খোলা যাবে হস্টেলের।

    গত ২ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জখমও হন তিনি। চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে হয়েছিল তাঁকে। যাদবপুরে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় দুই পড়ুয়াও জখম হন। তাঁদের এক জন চোখে আঘাত পান। অন্য জন চোট পান পায়ে। তার পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এর আগে এই মামলার শুনানিতে হাই কোর্ট জানিয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বা সেমিনারে আর কোনও রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো যাবে না।
  • Link to this news (আনন্দবাজার)