• বিধাননগরের নিচু জায়গায় এখনও জমে রয়েছে জল
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • বৃষ্টির জমা জল নেমেছে বিধাননগরের অধিকাংশ জায়গা থেকে। কিন্তু পুজোর সময়ে ডেঙ্গির প্রকোপ যাতে নাবাড়ে, সে দিকে জোর দেওয়া হচ্ছেবলে দাবি বিধাননগর পুরসভার। পাশাপাশি উত্তর দমদমের কিছু নিচু এলাকায় জল এখনও রয়েছে। এক পুরকর্তা জানিয়েছেন, ওই সব নিচু এলাকা থেকে জল দ্রুত বার করার চেষ্টা চলছে।

    সোমবার রাতভর কয়েক ঘণ্টার রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল সল্টলেক, বাগুইআটি-সহ বিধাননগর পুরসভার অধিকাংশ জায়গা। বৃহস্পতিবারেও কিছু এলাকা, বিশেষত নিচু জায়গায় জল জমে আছে। পাম্প চালিয়ে তা বার করার চেষ্টা চলছে। বিধাননগরের নিম্ন বাগজোলা খাল সংলগ্ন ১৩, ২১, ২২, ২৮ নম্বর ওয়ার্ডের কিছু জায়গায় সামান্য হলেও জল জমে রয়েছে। রাজারহাট পঞ্চায়েতের জ্যাংড়া গ্রাম পঞ্চায়েতের নিচু এলাকাতেও জমে রয়েছে জল।

    এ দিন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, যেটুকু অংশে জল আছে, দ্রুত তা সরানোর চেষ্টা চলছে। প্রতিটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছড়ানো শুরু হয়েছে। জঞ্জাল সাফাইয়ে গতি বাড়ানো হয়েছে। মণ্ডপের আশপাশ থেকে বর্জ্য অপসারণে জোর দেওয়া হবে।

    বেশি জোর দেওয়া হচ্ছে ডেঙ্গি প্রতিরোধে। মানুষকে এ বিষয়ে সচেতন করতে ১০টি মণ্ডপে কিয়স্ক বসানো হবে। পুরবাসীদের মশারি ব্যবহারে জোর দেওয়ার আবেদনও করা হবে। পুরসভা সূত্রের খবর, চলতি বছরে এখনও পর্যন্ত ১৯৮ জন ডেঙ্গিতে সংক্রমিত হয়েছেন। তবে তা অন্য বছরের তুলনায় কম বলেদাবি পুরসভার।

    যদিও বিধাননগর জুড়ে আবর্জনাময় ছবিই সামনে আসছে। লাবণি মোড় থেকে পুরসভার দিকে এগোলে উল্টো ফুটপাতের ছবিই তার বড় প্রমাণ। তার মধ্যে জল নামতেই রাস্তার কঙ্কাল নতুন করে বেরিয়ে পড়েছে। ডেপুটি মেয়র অনিতা মণ্ডল জানান, মেরামত করা রাস্তাও সম্প্রতি বৃষ্টিতে খারাপ হয়েছে। আবার মেরামত করা হবে।
  • Link to this news (আনন্দবাজার)