• মিঠুনকে নিয়ে আপাতত কোনও মন্তব্য নয়! কুণালকে তিন মাস মুখ বন্ধ রাখার নির্দেশ হাই কোর্টের
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপাতত কোনও বিতর্কিত মন্তব্য করতে পারবেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ। ১০০ কোটি টাকার মানহানির মামলায় এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কুণালকে আগামী তিন মাস মুখ বন্ধ রাখতে হবে। মিঠুন তো বটেই, তাঁর পরিবারের কোনও সদস্যকে নিয়েও কুণাল কোনও মন্তব্য করতে পারবেন না। ডিসেম্বর মাসে আবার এই মামলার শুনানি হবে।

    কুণালের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন মিঠুন। অভিযোগ, তৃণমূল মুখপাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর সম্মানহানি করেছেন। সংবাদমাধ্যমে তাঁর এবং তাঁর পরিবারের নামে অসত্য, কুরুচিকর মন্তব্য করেছেন। যা যা বলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এতে সমাজে তাঁকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলেও আদালতে দাবি করেন মিঠুন।

    বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চে মিঠুন-কুণালের মামলার শুনানি ছিল। মিঠুনের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল রাজ্যসভার প্রাক্তন সাংসদ। পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকের মতো সম্মান লাভ করেছেন। সেই ব্যক্তিত্বের নামে কুৎসা করা হচ্ছে। প্রকাশ্যে কুণাল মিঠুনকে অপমান করছেন। তাঁর পরিবারের সদস্যদের জড়়িয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এতে বিজেপি নেতার সামাজিক মর্যাদাহানি ঘটেছে। তাঁকে বার বার বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এমনকি, নতুন চলচ্চিত্র, বিজ্ঞাপনের কাজেও ব্যাঘাত ঘটছে।

    বিচারপতি জানিয়েছেন, এই মামলায় কুণালকে নোটিস দিতে হবে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ বিষয়ে কুণাল কোনও মন্তব্য করতে পারবেন না। ডিসেম্বরে আবার এই মামলা শুনবে আদালত।

    মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগ তুলেছিলেন কুণাল। দলবদল নিয়েও একাধিক খোঁচা দিয়েছিলেন। মিঠুনের অভিযোগ, তাঁর ছেলে ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত বলে সংবাদমাধ্যমে প্রচার করেছেন কুণাল, যা সঠিক নয়। এমনকি, তাঁর স্ত্রীও আর্থিক লেনদেনে জড়িত বলে কুণাল মন্তব্য করেছেন, এমনটাই অভিযোগ মিঠুনের। এর আগে কুণালের মন্তব্যের জন্য তাঁকে আইনি নোটিস পাঠিয়েছিলেন মিঠুন। জবাবে সন্তুষ্ট না হয়ে ক্ষতিপূরণ দাবি করেন এবং হাই কোর্টের দ্বারস্থ হন। তখনও মিঠুন সম্পর্কে অবিচলিত ছিলেন তৃণমূল মুখপাত্র। ১০০ কোটি টাকার মানহানির মামলার কথা শুনে বলেছিলেন, ‘‘যাঁর মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন! কোর্টে দেখা হবে।’’ এ বার সেই মামলাতেই কুণালকে ডিসেম্বর পর্যন্ত কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে বলল আদালত।
  • Link to this news (আনন্দবাজার)