• দু’মাস সমুদ্রযাত্রা, প্রতিমা পৌঁছেছে আমস্টালভিনে
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২০১৭ সালে শুরু হয়েছিল ‘হল্যান্ড-এ-হৈচৈ’–এর দুর্গাপুজো। এ বার নবম বছরের উদ্‌যাপন, আর সেই উপলক্ষেই উত্তর নেদারল্যান্ডসের আমস্টালভিন শহরে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর হতে যাচ্ছে তিন দিনের বর্ণাঢ্য দুর্গোৎসব।

    এ বারের প্রধান আকর্ষণ প্রতিমা। কলকাতার শিল্পীর হাতে গড়া অনন্য পাঁচচালা দুর্গা প্রথম বার আসছে নেদারল্যান্ডসে। কলকাতা থেকে সমুদ্রপথে দীর্ঘ দু’মাসের যাত্রার পরে প্রতিমাটি সযত্নে পৌঁছেছে আমস্টালভিনে। ডাচ ও বাঙালি সংস্কৃতির সংমিশ্রণে সাজানো হয়েছে পূজামণ্ডপ, যা এ বারের উৎসবকে দেবে ভিন্ন মাত্রা।

    পুজো মানেই ভুরিভোজ, আর হল্যান্ড-এ-হৈচৈ মানেই ভোজন উৎসব। প্রতিদিন সকাল-সন্ধ্যায় পরিবেশিত হবে প্রিয় বাঙালি খাবার—ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মাটন বিরিয়ানি, সর্ষে ইলিশ, চিংড়ি, মোচার ঘণ্ট ও মিষ্টি দই-সহ নানা পদ। থাকছে খাবার, পোশাক, গয়না, শারদীয়া পূজাবার্ষিকী ও বাংলা বইয়ের বিশেষ স্টল, যা জমিয়ে তুলবে প্রবাসী আড্ডা। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যায় থাকবে নাটক, নাচ ও গান, যেখানে অংশ নেবেন প্রবাসী শিল্পীরাও।

    পুরো আয়োজন এ বার সপ্তাহান্তে হওয়ায় কর্মজীবী প্রবাসীদের জন্য এটি এক অনন্য সুযোগ। অফিসের ঝক্কি ছাড়াই সকলে মিলে উপভোগ করা যাবে উৎসবের আনন্দ। তবে আমস্টালভিনে ‘আনন্দধারা’ বলে আর একটি সংগঠনের উদ্যোগেও দুর্গাপুজো হয়। সেই সংগঠনের সদস্যেরাও ২০১৭ সাল থেকে এখানে পুজো করছেন। তাঁদের পুজো হবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর।

    এই দুর্গোৎসব শুধু পুজো নয়, এটি হবে নেদারল্যান্ডসের বাঙালিদের জন্য এক মিলনমেলা, যেখানে মিশে থাকবে ভক্তি, সংস্কৃতি,খাবার, আড্ডা ও আজীবনের সম্পর্কের বন্ধন। যদিও হৈচৈ একটি বাঙালি সমিতি, তবু এই আনন্দ শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধন দীর্ঘস্থায়ী, যা থেকে ধীরে ধীরে বৃহৎ থেকে বৃহত্তর হয়ে উঠছে হইচই পরিবার।
  • Link to this news (আনন্দবাজার)