• সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেই ফের ‘সোনার বাংলা’ গড়ার ডাক অমিত শাহের
    এই সময় | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো উদ্বোধন করে বঙ্গে নির্বাচনের সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৬ সেপ্টেম্বর তিনি বেলা ১১টা ২০ মিনিট নাগাদ এই পুজো মণ্ডপে পৌঁছন। চলতি বছরে এই পুজোর থিম ‘অপারেশন সিঁদুর’। পহেলগামে জঙ্গি হামলার পরে সন্ত্রাস দমনে ভারতীয় সেনা যে অভিযান চালিয়েছিল, তার ঝলক দেখা যাবে এই পুজো মণ্ডপে। 

     আগামী বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটমুখী বঙ্গে অমিত শাহের পুজো উদ্বোধন বেশ তাৎপর্যপূর্ণ, দাবি করছিল ওয়াকিবহাল মহল। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে পুজোর শুভেচ্ছা জানানোর পরে শাহের কণ্ঠে শোনা গেল রাজনীতির সুর। 

    তিনি বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করেছি, এই নির্বাচনের পর বাংলার এমন সরকার তৈরি হবে যা সোনার বাংলা নির্মাণ করতে পারবে। আমাদের বাংলা আবার সুরক্ষিত, সুজলা, সুফলা, শান্ত হবে।’ 

    পাশাপাশি অমিত শাহ বলেন, ‘বাংলায় পুজোর শুরুতে ভারী বৃষ্টি হয়েছে। সেই সময়ে ১০ জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ উল্লেখ্য, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অমিত শাহের এই মন্তব্য ইঙ্গিতপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। উল্লেখ্য, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম উদ্যোক্তা কলকাতা পুরসভার বিজেপি সাংসদ সজল ঘোষ। তবে এই প্রথম নয়, ২০২৩ সালেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কলকাতায় এসে উত্তর কলকাতার এই মণ্ডপের উদ্বোধন করেছিলেন। সে বার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ছিল রামমন্দির।

  • Link to this news (এই সময়)