• 'আমার টাকা কই?', ধার নিয়ে শোধ করার আগেই মৃত্যু, বন্ধুর চিতায় গিয়ে হামলা যুবকের, ভিডিও ভাইরাল ...
    আজকাল | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মৃত্যু। শোকের আবহ। তার মাঝেই যা ঘটল, অবাক আশেপাশের লোকজন। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে হইচই নেটপাড়ায়। কেউ কেউ বলছেন, 'এরকমও হয়?' 

    যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ওই  ভিডিও সম্পর্কে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনাটি মূলত উত্তর প্রদেশের একটি ছোট্ট গ্রামের। ঠিক কী ঘটেছে? যা ঘিরে তোলপাড়। আলাপ, আলোচনা? জানা গিয়েছে, এক যুবক, তাঁর বন্ধুর থেকে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সেই ধার পরিশোধের আগেই, তাঁর মৃত্যু হয়। টাকা ফেরৎ না পাওয়ার ক্ষোভে, ব্যক্তি বন্ধুর জ্বলন্ত চিতায় গিয়ে হামলা চালান বলে জানা গিয়েছে। নেট মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি, লাঠি হাতে জ্বলন্ত চিতার উপর গিয়ে হামলা চালাচ্ছেন বারবার।

    জানা গিয়েছে, গ্রামের একটি শ্মশানে সন্ধেয় শেষকৃত্যের সময় এই ঘটনাটি ঘটে। ফুটেজে দেখা যাচ্ছে যে, পরিবারটি যখন ব্যক্তির মৃত্যুতে শোকাতুর, মৃতের স্ত্রী এবং সন্তানরা চিতার কাছে দাঁড়িয়ে রয়েছেন দুঃখের সঙ্গে, তখনই আচমকা ঘটে ওই ঘটনা। হঠাৎ, একজন ব্যক্তি লাঠি হাতে জ্বলন্ত চিতায় আঘাত করতে শুরু করেন।

    জানা গিয়েছে, মৃত ব্যক্তি ওই ব্যক্তির কাছ থেকে ৫০,০০০ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু ঋণ পরিশোধ করার আগেই মৃত্যু হয় তাঁর। টাকা ফেরৎ না পাওয়ার ক্ষোভে, লোকটি চিতার উপর ঝাঁপিয়ে পড়েন, যার ফলে আগুনের স্ফুলিঙ্গ উড়ে যায় চারপাশে, এমনকি কাঠের টুকরো ছড়িয়ে পড়ে চারদিকে। প্রত্যক্ষদর্শীরা ঘটনায় রীতিমতো হতবাক হয়ে যান। 

    সেখানেই উপস্থিত থাকা এক ব্যক্তি ওই গোটা ঘটনাটির ভিডিও করেন এবং সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেন। ভিডিও দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। বহু মানুষ নিমেষের মধ্যে অবাক করা ভিডিও দেখেন। প্রতিক্রিয়া জানান অনেকে। 

    তথ্য, ওই দুই ব্যক্তি একই গ্রামের ছোটবেলার বন্ধু। তাঁরা একসঙ্গেই কৃষিকাজ করতেন। দুই বছর আগে, একজন অন্যজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। জানিয়েছিলেন চাষের মরশুমের পর, ফসল বিক্রি করে বন্ধুর টাকা পরিষোধ করবেন। তবে তা আর হয়নি। আচমকা অসুস্থ হয়ে পড়েন ধার নেওয়া বন্ধু। অসুস্থতার কারণে ঋণগ্রহীতার আকস্মিক মৃত্যু ঘটে। স্বাভাবিকভাবেই ওই সময়ের মধ্যে তিনি ঋণ পরিশোধ করতে পারেননি। টাকা আর ফেরৎ পাবেন না ভেবে, ঋণদাতার ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। 

    লোকটি অভিযোগ করেন যে মৃত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে টাকা আটকে রেখেছিলেন। পর্যাপ্ত টাকা থাকার পরেও ফেরৎ দেননি। গ্রামবাসীরা জানিয়েছেন যে, ওই ব্যক্তি আগেই তাঁর বন্ধুকে ঋণ পরিশোধের জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু তাকা পাননি। তবে, শেষকৃত্যের সময় এত হিংসাত্মক আচরণ করতে পারেন, তা ভাবেননি কেই। 

    ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এটা কলিযুগ, এমনকি বন্ধুত্বও ব্যবসা হয়ে উঠেছে।” আরেকজন যোগ করেছেন, “রাগ বোধগম্য, কিন্তু চিতায় আক্রমণ? এটাই বর্বরতার চরম!”
  • Link to this news (আজকাল)