• মুহুর্মুহু বজ্রবিদ্যুৎ, সন্ধে নামতেই অঝোরে বৃষ্টি কলকাতায়, মঙ্গলের জলযন্ত্রণার আতঙ্ক শহরবাসীর...
    আজকাল | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাত থেকে মঙ্গলের ভোর। প্রায় পাঁচ ঘণ্টার বষ্টিতে একপ্রকার ডুবে গিয়েছিল কলকাতা। পুরসভা বিপুল তৎপরতায় শহর শুকিয়ে দিলেও, ফের কি একইই ঘটনায় পুনরাবৃত্তি হতে চলেছে? সতর্কবার্তা সত্যি করে, বৃহস্পতিবার কলকাতায় অঝোর বর্ষণ, মুহুর্মুহু বজ্রবিদ্যুতের ঝলকানি শুরু হতেই বাড়ছে আতঙ্ক। 

    হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপর ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি বর্তমানে উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিমমুখীভাবে হেলে আছে। একইসঙ্গে পূর্ব-মধ্য ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরও মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত আরও একটি ঘূর্ণাবর্ত বিদ্যমান। যা ধীরে ধীরে পশ্চিমদিকে এগোতে পারে।

    জানা যাচ্ছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দিকে এগোবে। ২৬ সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর সকালে দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে ওই নিম্নচাপটির।

     হাওয়া অফিস জানিয়েছে, হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলের উপর বর্তমানে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর, অর্থাৎ আজ উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এই দুই নিম্নচাপের জেরে আগামী সাতদিন বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা জারি করা হয়েছে। ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র থাকবে অশান্ত। এই পাঁচদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামিকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই শুক্রবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে আবারও বাড়বে বৃষ্টির দাপট। ওইদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শনিবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি দমকা হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গের সব জেলায়।  

    সতর্কবার্তার পর থেকেই আতঙ্ক ছিল। বৃহস্পতিবার সন্ধেয় ঝেঁপে বৃষ্টি শুরু হতেই, আতঙ্ক চেপে বসছে শহরবাসীর মনে। ভাবনা, কতক্ষণ স্থায়ী হবে এই বৃষ্টি? আবার কি একই অবস্থা হবে? ফের কি জলযন্ত্রণা শুরু হবে শহরজুড়ে? 

     
  • Link to this news (আজকাল)