• জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায় উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শুক্রবার সাতসকালে জলপাইগুড়িতে যুবকের দেহ উদ্ধার। জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন ২ নম্বর গুমটি এলাকায় এদিন সকালে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকার বাসিন্দারাই আজ সকালে প্রথম মৃতদেহ আবিষ্কার করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক শহরের দিনবাজার এলাকার বাসিন্দা শেখর জ্যোতিষী। এলাকারই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় শহরে আলোড়ন ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, দিনবাজারে ফল বিক্রি করতেন ওই যুবক। কীভাবে তাঁর মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। পরিবার সদস্যরা অবশ্য জানিয়েছেন, নেশা করতেন ওই যুবক। মাঝেমধ্যেই বাড়ি থেকে একা বেরিয়ে যেতেন। তবে শেখরের মৃত্যুর কারণ জানতে পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
  • Link to this news (বর্তমান)