নিজেই প্রতিমা গড়েছেন, নিজের হাতেই করবেন পুজো! কলেজ ছাত্রকে নিয়ে হইচই জলপাইগুড়িতে
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নিজেই প্রতিমা বানিয়েছেন। নিজেই চণ্ডীপাঠ করে সেই প্রতিমার পুজো করবেন জলপাইগুড়ির কলেজ ছাত্র ঈশান সরকার। জলপাইগুড়ি এসি কলেজের প্রথম বর্ষের ছাত্রের হাতে তৈরি ৫ ফুটের দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমছে এলাকায়। জানা গিয়েছে, ছোটবেলায় মাটি নিয়ে খেলতে খেলতে ৬ বছর বয়সে প্রথম মূর্তি গড়ার চেষ্টা করে ঈশান। মাটি দিয়ে প্রতিমা তৈরির পাশাপাশি আর্ট পেপারে দুর্গার ছবি এঁকে পুজো শুরু করে সে। ২০১৬ সাল থেকে দুর্গাপ্রতিমা তৈরি করে পুজো শুরু করে ঈশান। তবে এবার তাঁর হাতে তৈরি একচালার প্রতিমা রীতিমতো সাড়া ফেলেছে জলপাইগুড়িতে। রীতিমতো লোক এসে দেখে যাচ্ছে ঈশানের এই প্রতিমা।