• ফের তাহেরপুরে নৃশংস হত্যাকাণ্ড! প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: নদীয়া জেলার তাহেরপুরে ফের নৃশংস হত্যাকাণ্ড। তাহেরপুর থানা এলাকার কামগাছি পোস্ট অফিস পাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শংকরি শর্মা(৬১)। বাড়ি থেকেই বিবস্ত্র এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন।উল্লেখ্য বিষয় হল, এখনও তাহেরপুরে ছাত্রী হত্যাকাণ্ডের রেশ কাটেনি। এরই মধ্যে বৃদ্ধা খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে সকালেই রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ এলে তাঁদেরকেও ঘেরাও করা হয়। প্রায় আড়াই ঘণ্টা পর বেলা ১১টা নাগাদ অবশ্য অবরোধ তুলতে সক্ষম হয় পুলিশ।
  • Link to this news (বর্তমান)