পূর্ব বর্ধমানে বিরিয়ানি খেয়ে মর্মান্তিক পরিণতি! মৃত এক, হাসপাতালে ভর্তি অপরজন
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, কালনা: পূর্ব বর্ধমান জেলায় পুজোর আগে মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার রাতে নাদনঘাট থানার পূর্বস্থলী ১ ব্লকে বিরিয়ানি খেয়ে মৃত্যুর অভিযোগ। ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন ব্যক্তি।মৃতের নাম সুমন্ত মল্লিক। তিনি বিএলআরও দপ্তর চত্বরে মুহুরীর কাজ করতেন। চিকিৎসাধীন ব্যক্তি বিএলআরও দফতরের রেভিনিউ অফিসার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার পূর্বস্থলী ১ ব্লক বিএলআরও অফিসে পুজোর ছুটির আগে শেষ কর্মদিবস ছিল। বিএলআরও দপ্তরের কয়েকজন কর্মী ও দপ্তর চত্বরের মুহুরী কাজে থাকা কমীরা বৃহস্পতিবার বিকেলে খাওয়া-দাওয়ার আয়োজন করে। খাওয়ার মেনু হিসাবে পার্সেলের বিরিয়ানি আসে। অনেকে খান, আবার কেউ বাড়িও নিয়ে যান।দাবি করা হচ্ছে, ওই খাবার অসুস্থ হয়ে পড়েন মহুরী সুমন্ত মল্লিক ও অফিসের এক রেভিনিউ অফিসার কুন্তল মাঝি। সুমন্ত মল্লিককে কালনা হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। অন্যদিকে, কুন্তল মাঝিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।ঘটনায় মৃতের পরিবারের দাবি, বিষ খাইয়ে সুমন্তকে খুন করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই নাদনঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।