হাসপাতালে ঢুকে মদ্যপ অবস্থায় তাণ্ডব! নদীয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাসপাতালে মদ্যপ অবস্থায় ঢুকে মাতলামি করার অভিযোগ উঠেছিল নদীয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাসের বিরুদ্ধে। এমনকী নদীয়া জেলা হাসপাতালের সুপারকে নিগ্রহ করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। এরপরই বিষয়টি নজরে আসে স্বাস্থ্য ভবনের। এক শীর্ষ স্বাস্থ্য কর্তা জানিয়েছেন, নদীয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পদ থেকে অভিযুক্তকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁকে ছুটিতে যেতে বলা হয়েছে। আপাতত নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব সামলাবেন ডাঃ রঞ্জিত কুমার।
Link to this news (বর্তমান)