প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বারাসত-টাকি রোডে ভেঙে পড়ল তোরণ, বন্ধ যান চলাচল
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারাসত টাকি রোডে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভেঙে পড়ল তোরণ। যার জেরে টাকি রোডে বন্ধ রয়েছে যান চলাচল। ঘটনাস্থলে হাজির হয়েছে বারাসত থানার পুলিশ। ইতিমধ্যেই প্যান্ডেল নির্মাণ সংস্থার একজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, যে গেট নির্মাণ করা হয়েছিল তার খুঁটি পোতার ক্ষেত্রে ডেকোরেটর্সের পক্ষ থেকে সঠিক নিয়ম মানা হয়নি। যে কারণেই আচমকা দমকা হাওয়ায় ভেঙে পড়েছে এই ওভারহেড গেটটি। বৃষ্টির কারণে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি না হলেও একটি টোটো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। অল্পের জন্যই বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন সাধারণ পথচলতি মানুষ।