অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে চার সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর নির্দেশ হাইকোর্টের
দৈনিক স্টেটসম্যান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। স্বামী ও সন্তান সহ তাঁকে অবিলম্বে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই নির্দেশ আপাতত মুলতুবি রাখার আবেদন জানানো হলেও, তাও খারিজ করে দিয়েছেন বিচারপতিরা।
কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সোনালিদের বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত আইনবিরুদ্ধ। কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, চার সপ্তাহের মধ্যে তাঁদের ভারতে ফিরিয়ে আনতে হবে।
দীর্ঘদিন দিল্লিতে কাগজকুড়ুনি ও পরিচারিকার কাজ করে আসছিলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালি বিবি। স্বামী দানিশ শেখ ও আট বছরের পুত্রকে নিয়ে রাজধানীর রোহিণী এলাকার সেক্টর ২৬-এ বসবাস করছিলেন তিনি।
পরিবার সূত্রে দাবি, গত ১৮ জুন বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করে দিল্লির কেএন কাটজু মার্গ থানার পুলিশ। পরে সোনালি সহ পাঁচ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় তাঁদের গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ।
সোনালির পরিবারের দাবি, তাঁরা ভারতীয় নাগরিক। হাই কোর্টে সোনালিদের আইনজীবী জমির দলিল, ভোটার কার্ড ও সন্তানের জন্মের শংসাপত্র পেশ করে জানান, সোনালিরা বীরভূমেরই বাসিন্দা, বাংলাদেশের নয়।
অন্যদিকে দিল্লি পুলিশের বক্তব্য, সোনালিরা আদৌ ভারতীয় নাগরিক কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত চাওয়া হলেও, এখনও কোনো জবাব মেলেনি। দিল্লি পুলিশের দাবি, যেহেতু মামলার প্রধান পক্ষ দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, তাই মামলার শুনানি হওয়া উচিত দিল্লিতেই।
তবে সোনালির বাবা কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন। সেই মামলার শুনানিতেই হাই কোর্ট এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। সোনালি বর্তমানে প্রায় ন’মাসের অন্তঃসত্ত্বা। তাঁকে ও তাঁর পরিবারকে বাংলাদেশে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে চরম উদ্বেগে রয়েছেন আত্মীয়রা। বিদেশে সন্তান জন্মালে তাঁর নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
উল্লেখ্য, এই মামলার গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্ট দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিল হাকোর্টকে। সেইমতো আজকের রায়ে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অবিলম্বে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা কর্তব্য কেন্দ্রের।