সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবতী বোনকে প্রকাশ্যে চুমু, আলিঙ্গন! ভারতীয় সংস্কৃতিতে এসব গ্রহণযোগ্য নয়। রাহুল গান্ধীকে নিশানা করে ‘কুরুচিকর’ মন্তব্য বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র। পালটা কংগ্রেস বলছে, “ভাই-বোনের শ্রদ্ধার সম্পর্ককে কলুষিত করার চেষ্টা।”
রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। গান্ধী পরিবারের দুই সন্তানের মধ্যে বরাবরের সুসম্পর্ক। রাজনীতির লড়াইয়ে যেখানে বহু পরিবারের অন্দরে ফাটল ধরেছে, ভাইয়ে-ভাইয়ে, ভাইয়ে-বোনে ক্ষমতা দখলের লড়াই চলেছে, সেখানে রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধী ব্যতিক্রমী। তাঁদের সৌহার্দ্যের ছবি বারবার প্রকাশ্যেও দেখা গিয়েছে। কখনও প্রকাশ্যে আলিঙ্গন, কখনও স্নেহচুম্বন। এসব ক্যামেরাবন্দিও হয়েছে। সেসব নিয়েই আপত্তি মধ্যপ্রদেশের মন্ত্রীর।
কৈলাস বিজয়বর্গীয় বলছেন, “আমরা বাবা পুরনোপন্থী লোক। আমরা আমাদের বোনের গ্রামে জল পর্যন্ত খাই না। কিন্তু আমাদের বিরোধী নেতারা এমন যে খোলা রাস্তায় ওরা নিজেদের বোনকে চুমু খায়। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মধ্যে কেউ নিজের যুবতী বোনকে চুমু খান? আসলেই শিক্ষা আর সংস্কারের অভাব। এসব বিদেশি সংস্কৃতি। ওরা তো প্রধানমন্ত্রীর সঙ্গেও রুঢ়ভাবে কথা বলে।” পরে এক সংবাদমাধ্যমকে কৈলাস বলেন, “এতে অবশ্য রাহুলের বিশেষ দোষ নেই। উনি বিদেশে বড় হয়েছেন। বিদেশি সংস্কৃতি আমদানি করেছেন। উনি তো প্রধানমন্ত্রীকেও তুই-তোকারি করেন।”
রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কে নিয়ে কৈলাসের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক হচ্ছে। বিজেপি নেতার মন্তব্যে ফুঁসে উঠেছে কংগ্রেস। মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রদেশ সভাপতি জিতু পাটওয়ারি বলছেন, “কৈলাসজি নবরাত্রীর পবিত্র সময়কেই বেছে নিলেন ভাই-বোনের পবিত্র সম্পর্ককে কলুষিত করতে। ওঁর ভাষা সবাই জানে। ও বারবার মহিলাদের অপমান করে। এই সব মন্তব্যের জবাব দিতেও লজ্জা লাগে।”