• নদিয়ায় ‘খুন’ প্রৌঢ়া, ঘর থেকে উধাও পুজোর জন্য রাখা নগদ
    প্রতিদিন | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: চতুর্থীর রাতে হাড়হিম করা ঘটনা নদিয়ার তাহেরপুর থানার কামগাছি এলাকায়। ঘর থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ার রক্তাক্ত মৃতদেহ। ঘর থেকে উধাও ব্যাঙ্ক থেকে তুলে আনা নগদ ৫ হাজার টাকাও। দুষ্কৃতীরা ওই প্রৌঢ়াকে খুন করেছে বলে মৃতার পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটা ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে স্থানীয়রা আজ, শুক্রবার রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধও করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    মৃতার নাম শঙ্করী শর্মা। বছর ছাপান্ন বয়সের প্রৌঢ়া গতকাল রাতে বাড়িতে একাই ছিলেন। পরিবারের অন্যান্যরা বাইরে গিয়েছিলেন। রাতে ফিরে দেখা যায়, ঘরের দরজা খোলা। বিছানার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই তিনি মারা গিয়েছেন।

    পরিবার সূত্রে খবর, দুর্গাপুজো উপলক্ষ্যে গতকাল, বৃহস্পতিবারই ব্যাঙ্ক থেকে পাঁচহাজার টাকা তোলা হয়েছিল। ওই টাকা ঘরেই রাখা ছিল। দুষ্কৃতীরা কি ওই টাকা নেওয়ার জন্যই হানা দিয়েছিল? বাধা দিলে খুন করা হয় ওই প্রৌঢ়াকে? নাকি শঙ্করী শর্মাকে খুনের জন্যই দুষ্কৃতীরা হানা দিয়েছিল? চতুর্থীর রাতে ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ, শুক্রবার স্থানীয় বাসিন্দারা রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করেন। দুষ্কৃতীদের দ্রুত শাস্তির দাবি তোলা হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রানাঘাট জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশ ওই পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)