পুজোর পরেই ১৩,৪২১ চাকরি হবে প্রাথমিকে, জারি হল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিদিন | ২৬ সেপ্টেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: পুজোর পরই ১৩ হাজার ৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এনিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে। ২০২২ সাল ও ২০২৩ সালের প্রাথমিক টেট উত্তীর্ণরাও এই নিয়োগে সুযোগ পাবেন। শিক্ষক নিয়োগ নিয়ে এদিন এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর পরই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পর্ষদ। সকল চাকরি প্রার্থীদের জন্য রইলো আগাম শুভেচ্ছা।”
বুধবার ২০২৩ সালের প্রাথমিকের টেটের ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২৩ সালে টেট উত্তীর্ণ হয়েছেন ৬,৭৫৪ জন। ২০২২ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ হলেও সংরক্ষণ নিয়ে মামলার জটিলতার কারণে নিয়োগ করা যাচ্ছিল না। আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ২০২২ সালের টেট উত্তীর্ণদের দুশ্চিন্তা করার কারণ নেই। শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেইমতো এদিন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, “মামলার কারণে এতদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা যাচ্ছিল না। মামলার জটিলতা কাটতেই নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেল বিজ্ঞপ্তি জারি করার মধ্যে দিয়ে। সকল টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।” পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং আবেদন পত্রের ফি’র কথা বলা হয়েছে। সাধারণ ক্যাটেগরি চাকরিপ্রার্থীদের আবেদন পত্রের ফি ৬০০ টাকা, ওবিসি এ ও বি প্রার্থীদের ৫০০ টাকা এবং এসসি-এসটি প্রার্থীদের ৩০০ টাকা আবেদন পত্রে ফি ধার্য করা হয়েছে। রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ নিয়ে চলতি বছরের ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৩৫ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ করা হবে এবং একইসঙ্গে প্রাথমিক শিক্ষকের শূন্যপদের নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণামাফিক নবম, দশম, একাদশ ও দ্বাদশের ৩৫ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদে বিজ্ঞপ্তি দেয় এসএসসি। সেই শিক্ষক নিয়োগ পরীক্ষা রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে শেষ হয়েছে।