আজকাল ওয়েবডেস্ক: লখনউয়ের এক মহিলা শিক্ষিকা এক বেসরকারি ব্যাঙ্ক কর্মচারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, অভিযুক্ত আশীস কুমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে সীতাপুরে লিভ-ইন করতে জোর করেছিলেন। অভিযোগ সেই সময়কালে ওই ব্যক্তি, মহিলাকে বারবার শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন।
অভিযোগকারিণীর মতে, সীতাপুরে যাতায়াতের সময় আশিস কুমারের সঙ্গে তাঁর পরিচয় গড়ে ওঠে। আশিস নিজেকে একজন বেসরকারি ব্যাঙ্ক কর্মচারী হিসেবে পরিচয় দেন এবং তাঁদের কথোপকথনের সময় বিয়ের প্রস্তাব দেন।
ভরসা করে মহিলা আশিসের প্রস্তাব গ্রহণ করেন এবং তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। পরে যখন মহিলা আশীষকে বিয়ের জন্য চাপ দেন, তখন অশিস তা সরাসরি প্রত্যাখ্যান করেন।
অভিযোগকারিণী শিক্ষিকা জানিয়েছেন যে, এই সম্পর্কের আগে তিনি তাঁর স্বামীর থেকে আলাদা থাকতেন এবং একাই তাঁর দুই সন্তানকে লালন-পালন করতেন। মহিলা লখনউতে থাকেন এবং সীতাপুরে কর্মরত।
আশীস তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর পর, মহিলাটি থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে অভিযুক্ত পলাতক, তার খোঁজ চলছে।