• লাদাখে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সোনম ওয়াংচুক
    আজকাল | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: লেহ-তে শান্তিপূর্ণ বনধকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনায় চারজনের মৃত্যু এবং ৭০ জনের বেশি আহত হওয়ার কয়েক দিন পরেই শুক্রবার জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার হলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। অভিযোগ, তিনি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া এবং ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের উস্কানি দিয়েছিলেন। তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ওয়াংচুককে জেলে পাঠানো হবে নাকি অন্য কোথাও নিয়ে যাওয়া হবে। উল্লেখযোগ্যভাবে, বুধবারের ঘটনার পর লেহ-তে কারফিউ জারি করা হয়। ওয়াংচুক তাঁর টানা দু’সপ্তাহের অনশন কর্মসূচি স্থগিত করেন। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওয়াংচুকের ‘উসকানিমূলক মন্তব্য’ এবং কিছু রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীর ভূমিকা বিক্ষোভকে উত্তপ্ত করেছে। সরকারের তরফে আরও দাবি করা হয়েছে, সরকারি প্রতিনিধি ও লাদাখের সংগঠনগুলির মধ্যে চলমান আলোচনাকে ব্যাহত করতেই এই ধরনের অশান্তি সৃষ্টি করা হয়েছে।

    লাদাখের শিক্ষা ও সমাজকর্মী ওয়াংচুক প্রতিষ্ঠিত হিমালয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভস লাদাখের বিরুদ্ধে বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন, Foreign Contribution (Regulation) Act (FCRA) লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত শুরু করেছে। লাইসেন্স বাতিল করা হয়েছে তাঁর এনজিও'র। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুই মাস আগে শুরু হওয়া এই তদন্তে ওয়াংচুকের ৬ ফেব্রুয়ারি পাকিস্তান সফর-কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখকে পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ সূচি সম্প্রসারণের দাবিতে নেতৃত্ব দিচ্ছেন। আগস্ট মাসে লাদাখ প্রশাসন HIAL-কে বরাদ্দ করা জমি বাতিল করে। স্থানীয় বিভিন্ন গোষ্ঠী এই সিদ্ধান্তকে সমালোচনা করে বলেছে যে এটি সংবিধানিক নিরাপত্তা দাবিকারীদের “কণ্ঠ রোধের” প্রচেষ্টা।

    ওয়াংচুকের বিরুদ্ধে একই সময়ে রাজ্যের দাবি সংক্রান্ত বিক্ষোভে হিংসা উস্কানোর অভিযোগও উঠেছে।বুধবার সংঘর্ষে চারজন নিহত এবং কমপক্ষে ৮০ জন আহত হয়, যার মধ্যে ৪০ জন নিরাপত্তা কর্মী। যুবকেরা অগ্নিসংযোগে লিপ্ত হয়, বিজেপি ও হিল কাউন্সিলের অফিস ভাঙচুর করে এবং যানবাহন জ্বালিয়ে দেয়। পুলিশ ও আধা সেনাবাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে জনতা ছত্রভঙ্গ করে। জেলা জুড়ে কারফিউ জারি করা হয়। লেহ অ্যাপেক্স বডির যুবক শাখা এই বিক্ষোভের ডাক দেয়, দুইজন অনশনা বসা ধর্মঘটকারী হাসপাতালে ভর্তি হওয়ার পর। ওয়াংচুক নিজে তার দুই সপ্তাহব্যাপী ধর্মঘট শেষ করার ঠিক আগে হিংসা ঘটে। কেন্দ্রের গৃহ মন্ত্রক অভিযোগ করেছে যে, ওয়াংচুকের “আরব বসন্ত-ধরণের প্রতিবাদ ও নেপালে জেন জেড আন্দোলনের উল্লেখ” জনগণকে বিভ্রান্ত করেছে এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি (HPC)-র মাধ্যমে লাদাখি গোষ্ঠীর সঙ্গে চলতে থাকা আলোচনা ব্যাহত করেছে।

    কংগ্রেস কাউন্সিলর ফুনতসগ স্ট্যানজিন ত্সেপাগকেও ধর্মঘটের সময় উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে দায়ের করা হয়েছে। কেন্দ্র দাবি করেছে যে, তারা লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে বহুবার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক করেছে। তবে, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি”দের হস্তক্ষেপে আলোচনায় ব্যাঘাত ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে। কেন্দ্রের যুক্তি, পূর্ণ রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ সূচি সংক্রান্ত দাবি ইতিমধ্যেই HPC আলোচনার অংশ ছিল। অন্যদিকে, স্থানীয় গোষ্ঠীর জন্য ওয়াংচুকের বিরুদ্ধে অভিযান ও তদন্ত লাদাখে ন্যায়বিচ্ছিন্নতার অনুভূতি আরও গভীর করছে। অনেকের মতে, গণতান্ত্রিক দাবির জন্য সক্রিয়দের টার্গেট  করা মানে লাদাখের স্বাধীনতা ও সংবিধানগত প্রতিশ্রুতির প্রতি আক্রমণ।
  • Link to this news (আজকাল)