ভরদুপুরে রাস্তায় প্রকাশ্যে চুলোচুলি, চড়-থাপ্পড় দুই যুবতীর! দু-ধারে দাঁড়িয়ে পড়ল সবাই, দেখে হাঁ শহরবাসী
আজকাল | ২৭ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নৈনিতালের রামনগরে এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে৷ দুই যুবতীর চুলোচুলি। ভরদুপুরে প্রকাশ্যে দুই যুবতীর মধ্যে ধুন্ধুমার মারামারি রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। এমনই পরিস্থিতি তৈরী হয় যে শেষমেশ স্থানীয় পুলিশকে ঘটনায় হস্তক্ষেপ করতে হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ২৬ সেপ্টেম্বর রামনগরের ভবানীগঞ্জ এলাকায়৷ খবরে জানা গিয়েছে ঘটনাস্থলে চার জন যুবতী উপস্থিত ছিলেন। তবে বাকবিতণ্ডায় জড়ান তাঁদের মধ্যে দুইজন। শুরু হয় বিপুল সংঘর্ষ। এক যুবতীর পরনে ছিল পিচ রঙের টি শার্ট, অন্যজনের গায়ে ছিল হালকা বাদামি রঙের টি শার্ট। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। আর তাতেই দেখা যাচ্ছে এক যুবতী আর এক যুবতীর চুল নিয়ে টানাটানি করছে। একজন আরেকজনের সঙ্গে মারামারিতে মেতে উঠেছে।
ঘটনাস্থলে উপস্থিত আরও দুই যুবতী তাঁদের থামানোর প্রবল চেষ্টা করতে থাকেন৷ কিন্তু তাতে লাভ হয়নি। তাঁরা এই ঝামেলা করেই চলেন। একে অপরকে একের পর এক চড়- থাপ্পড় কিল ঘুশি, এমনকী টানাহেঁচড়া করতেও পিছপা হননি তাঁরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পুলিশের গাড়ির আওয়াজ পেয়েও এই লড়াই শান্ত হয়নি৷ শেষপর্যন্ত গাড়ি থেকে নেমে এক পুলিশকর্মী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রামনগরের কোতওয়াল অরুন কুমার সাইনি ঘটনার জেরে বলেন, সংঘর্ষে লিপ্ত ওই দুই যুবতীর পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের শান্ত করে যার যার বাড়ি সুস্থভাবে পৌঁছে দেওয়া হয়৷ তবে এই সংঘর্ষের মূল কারণ কী, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
এই ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় হাসি ঠাট্টার বন্যা বয়ে যায়৷ নেটিজেনদের প্রতিক্রিয়া ভিন্ন। কেউ লিখেছেন, " ঝগড়া থেকে সোজা অ্যাকশন সিনেমা"! আরেকজন বলেন, " একেবারে লাইভ ডব্লিউডব্লিউই, কোনও টিকিট ছাড়াই দেখুন সকলে।" একজন ব্যবহারকারী রসিকতা করে বলেন, "মানুষ নৈনিতাল আসে শান্তির খোঁজে, প্রকৃতি উপভোগ করতে। আর এরা দেখুন কীভাবে লড়াই করতে এসেছে!"
এমন আরও নানা মন্তব্য কমেন্ট সেকশনে ভেসে আসে। যেমন - " পিওর সিনেমা" ; " চুলোচুলি একেবারে রাস্তাঘাটের কুকুরের মত" ; "মেয়েদের ঝগড়া শুরু হয় চুল দিয়ে, শেষও হয় চুল দিয়ে " ইত্যাদি৷
তবে এই ঘটনা এই প্রথম নয়৷ এর মাত্র দু সপ্তাহ আগে রাজস্থানে আরেক চাঞ্চল্যকর ঘটনা ঘটে৷ রাজস্থানের সিকার জেলার খাতু শ্যাম মন্দিরের কাছে দুই মহিলার লাঠিচার্জ লড়াইয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল। ঘটনাটি ঘটে মন্দিরের বাইরে ভক্তদের থেকে দান সংগ্রহ করাকে কেন্দ্র করে৷ খবর অনুযায়ী দুটি আলাদা সংগঠনের প্রতিনধিরা দান তোলা নিয়ে একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। যা শেষমেশ হাতাহাতি পর্যন্ত গড়ায়৷
ঘটনার জেরে প্রশ্ন উঠছে, জনসমক্ষে এহেন সংঘর্ষের প্রবণতা কি ক্রমেই বাড়ছে? সামাজিক মাধ্যমের যুগে যেখানে মুহূর্তের মধ্যে প্রতিটি ঘটনা ছড়িয়ে পড়ে, সেখানে দাঁড়িয়ে এই আচরণ কতটা স্বাভাবিক কিংবা বাঞ্চনীয় তা নিয়ে বিতর্ক তুঙ্গে।