• বিমানেও মাথায় হেলমেট? নিছক মজা নয়! রাঘবেন্দ্র কুমারের গল্প আপনাকে অনুপ্রেরণা জোগাবে ...
    আজকাল | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্ঘটনা কেবল যে ব্যক্তির মনে শোক নিয়ে আসে না, তা এবার প্রমাণ করলেন রাঘবেন্দ্র কুমার। 'হেলমেট ম্যান অফ ইন্ডিয়া' নামে যাঁর পরিচিতি গোটা দেশ জুড়ে, তিনি এ যাত্রা শুরু করেছিলেন এক গভীর যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা থেকে৷ খবর অনুযায়ী ২০১৪ সালে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর সহপাঠী ও ঘনিষ্ট বন্ধু কৃষ্ণ কুমার। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া কৃষ্ণ কুমার সেদিন হেলমেট না পরার খেসারত দিয়েছিয়েছিলেন। বন্ধুর মৃত্যুতে মুষড়ে পড়লেও হার মানেননি রাঘবেন্দ্র। 

    নিজের জমানো অর্থ খরচ করে হেলমেট কিনে বিলি শুরু করেন রাঘবেন্দ্র। উদ্দেশ্য একটাই, আর যেন কোনও কৃষ্ণ কুমার অকালে চলে না যায়। সেখান থেকেই সৃষ্টি 'হেলমেট ম্যান অফ ফাউন্ডেশন' এর। আজ সেই উদ্যোগ ছড়িয়ে পড়েছে দিল্লি কানপুর নয়ডা মিরাট লখনৌ -এর মত শহর গুলিতে। খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তিনি ৬৫ হাজারেরও বেশি হেলমেট বিলি করেছেন দেশের নানা প্রান্তে। 

    সম্প্রতি রাঘবেন্দ্র এই অদম্য প্রচেষ্টার স্বীকৃতি পেলেন কৌন বানেগা ক্রোড়পতি -১৭ এর মঞ্চে। জাতীয় স্তরে সম্মানিত হয়েছেন রাঘবেন্দ্র। তবে তাঁর প্রচার কেবল সড়কের সীমাবদ্ধ নয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বিমান যাত্রার সময়ও হেলমেট পড়ে আছেন রাঘবেন্দ্র। অনেকের কাছে তা অদ্ভুত ঠেকলেও রাঘবেন্দ্রর বক্তব্য স্পষ্ট - " সুরক্ষা কেবল রাস্তায় নয়, আকাশেও জরুরি। সচেতনতার জন্য ছোট একটি বার্তাও বড় প্রভাব ফেলতে পারে। " 

    ইনস্টাগ্রাম এর একটি পোস্টে তিনি লেখেন, " রাস্তা হোক বা আকাশ, নিরাপত্তা সর্বত্রই সমান। যখন সড়ক নিরাপত্তা একটি আন্দোলনে পরিণত হয়, তখন তা সর্বত্র ছড়িয়ে পড়ে।" 

    হেলমেট বিলির সঙ্গে সঙ্গে তিনি আরও একটি অভিনব উদ্যোগে উদ্যত হন। তা হল 'বইয়ের বদলে হেলমেট'৷ অর্থাৎ শিক্ষার্থীরা পুরনো বই দিয়ে হেলমেট নিতে পারেন। এই উদ্যোগের জেরে দেশের বাইশটি রাজ্যে তৈরি হয়েছে প্রায় ১,৪০০ টি গ্রন্থাগার। ৭০ হাজারেরও বেশি শিশুদের হাতে বই পৌঁছে গেছে, যাদের বই কেনার সামর্থ্য নেই।  

    ঘটনার জেরে একজন শীর্ষ ট্রাফিক অফিসার বলেন, "রাঘবেন্দ্র কুমার এর এই উদ্যোগ আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে সড়ক নিরাপত্তা একক ব্যক্তির দায়িত্ব নয়, এটি আমাদের সকলের কর্তব্য। " 

    যেখানে প্রশাসন থেমে যায়, সেখানে মানুষ যদি এগিয়ে আসে তাহলেই তৈরি হয় এইরকম রাঘবেন্দ্র কুমারের মত এক একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব। এখন দেশজুড়ে 'হেলমেট ম্যান' রাঘবেন্দ্র কুমার এর জয় গান। 
  • Link to this news (আজকাল)