• পুজোয় নাইট স্পেশাল ট্রেন চালাবে শিয়ালদা ডিভিশন, জেনে নিন বিস্তারিত সময়সূচি...
    আজকাল | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। শিয়ালদা শাখার তরফে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে মোট ৩১টি বিশেষ লোকাল ট্রেন চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলি চলবে ২৭/২৮ সেপ্টেম্বর, ২৮/২৯ সেপ্টেম্বর, ২৯/৩০ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর/১ অক্টোবর এবং ১/২ অক্টোবর রাতভর। সমস্ত ট্রেনই যাত্রপথের মাঝে সব স্টেশনে থামবে বলে জানানো হয়েছে।

    বিশেষ পরিষেবার মধ্যে রয়েছে-

    শিয়ালদা–রানাঘাট লোকাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ৯:৪০-নাগাদ ছেড়ে রাত ১১:৩০-নাগাদ রানাঘাট পৌঁছাবে। ফিরতি ট্রেন রাত ১:১৫-নাগাদ ছেড়ে ভোর ২:৫৩-নাগাদ শিয়ালদায় পৌঁছাবে।

    শিয়ালদা–নৈহাটি লোকাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ১:০০-নাগাদ ছেড়ে নৈহাটি রাত ২:০০-নাগাদ, নৈহাটি থেকে ২:১০-নাগাদ ছেড়ে শিয়ালদা রাত ৩:১০-নাগাদ।

    রানাঘাট–নৈহাটি লোকাল (এক জোড়া): রানাঘাট থেকে রাত ১১:৪৫-নাগাদ, নৈহাটি পৌঁছাবে রাত ১২:২০-নাগাদ। ফিরতি ১২:৩০-নাগাদ ছেড়ে রানাঘাট ১:০৫-নাগাদ।

    শিয়ালদা–কল্যাণী লোকাল (দুই জোড়া): রাত ৯:১০ ও ১২:১২-নাগাদ শিয়ালদা থেকে, যথাক্রমে ১০:২৫ ও ১:২৫-নাগাদ কল্যাণী। ফিরতি ১০:৩৫ ও ১:৩৫-নাগাদ ছেড়ে ১১:৪৮ ও ২:৫৫-নাগাদ শিয়ালদা।

    শিয়ালদা–বনগাঁ লোকাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ২:৩০-নাগাদ ছেড়ে ভোর ৪:৩০-নাগাদ বনগাঁ। ফিরতি বনগাঁ থেকে রাত ১০:২০-নাগাদ ছেড়ে রাত ১২:২০-নাগাদ শিয়ালদা।

    শিয়ালদা–বারাসত লোকাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ১২:৩২-নাগাদ ছেড়ে ১:১৫-নাগাদ বারাসত, ফিরতি বারাসত থেকে ১:২৫-নাগাদ ছেড়ে ২:০৮-নাগাদ শিয়ালদা।

    রানাঘাট–কৃষ্ণনগর লোকাল (একটি): রাত ১১:৪৫-নাগাদ রানাঘাট থেকে ছেড়ে ১২:২৫-নাগাদ কৃষ্ণনগর।

    কৃষ্ণনগর–কল্যাণী লোকাল (একটি): ভোর ৩:২৫-নাগাদ কৃষ্ণনগর থেকে ছেড়ে ৪:১০-নাগাদ কল্যাণী।

    কল্যাণী–রানাঘাট লোকাল (একটি): ভোর ৪:২০-নাগাদ কল্যাণী থেকে ছেড়ে ৪:৫৫-নাগাদ রানাঘাট।

    কৃষ্ণনগর–নৈহাটি লোকাল (এক জোড়া): কৃষ্ণনগর থেকে রাত ১২:৩৫-নাগাদ ছেড়ে ১:৫০-নাগাদ নৈহাটি, ফিরতি ২:০০-নাগাদ ছেড়ে ৩:১৫-নাগাদ কৃষ্ণনগর।

    শিয়ালদা (দক্ষিণ)–বারুইপুর লোকাল (এক জোড়া): রাত ১১:৪০-নাগাদ শিয়ালদা থেকে বারুইপুর ১২:২৫-নাগাদ। ফিরতি বারুইপুর থেকে ভোর ৩:৪৫-নাগাদ ছেড়ে ৪:৩০-নাগাদ শিয়ালদা।

    বারুইপুর–বালিগঞ্জ লোকাল (দুই জোড়া): বারুইপুর থেকে রাত ১২:৩৫ ও ২:১০-নাগাদ ছেড়ে যথাক্রমে ১:১০ ও ২:৪৫-নাগাদ বালিগঞ্জ। ফিরতি বালিগঞ্জ থেকে ১:২০ ও ৩:০০-নাগাদ ছেড়ে বারুইপুরে পৌঁছাবে ১:৫৫ ও ৩:৩৫-নাগাদ।

    শিয়ালদা–বজবজ লোকাল (এক জোড়া): রাত ১১:৩০-নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে ১২:১৮-নাগাদ বজবজ। ফিরতি বাজবাজ থেকে রাত ২:৫০-নাগাদ ছেড়ে ৩:৪০-নাগাদ শিয়ালদা।

    বজবজ–নিউ আলিপুর লোকাল (দুই জোড়া): বজবজ থেকে রাত ১২:৩০ ও ১:৪০-নাগাদ ছেড়ে যথাক্রমে ১২:৫০ ও ২:০০-নাগাদ নিউ আলিপুর। ফিরতি নিউ আলিপুর থেকে ১:০৫ ও ২:১৫-নাগাদ ছেড়ে ১:২৫ ও ২:৩৫-নাগাদ বজবজ।
  • Link to this news (আজকাল)