• হাওড়ায় ৮টি পুজো স্পেশাল ট্রেন, জেনে নিন টাইম টেবিল
    আজ তক | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • শিয়ালদা ডিভিশনের পর এবার হাওড়া ডিভিশনও পুজো স্পেশাল ট্রেন চালাবে। পূর্ব রেলের তরফে শুক্রবার জানানো হয়েছে, পুজোর সময় ৮টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে।  ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাতে ব্যান্ডেল, তারকেশ্বর এবং বর্ধমান (মেন এবং কর্ড লাইনে) যাওয়ার জন্য ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে।

    ট্রেনের সময়সূচি

    তাছাড়া, হাওড়া বিভাগের সমস্ত ইএমইউ লোকাল ট্রেনগুলি ২৯.০৯.২০২৫, ৩০.০৯.২০২৫, ০১.১০.২০২৫ এবং ০২.১০.২০২৫ (দুর্গাপুজোর জন্য), ০৬.১০.২০২৫ (লক্ষ্মীপুজোর জন্য এবং ২০.১০.২০২৫ (কালীপুজোর জন্য) দুপুর ২টো পর্যন্ত রবিবারের মতো পরিষেবা দেবে। দুপুর ৩ টের পর থেকে সপ্তাহের কাজের দিনগুলির মতো পরিষেবা দেবে।
  • Link to this news (আজ তক)