• জিএসটি নিয়ে দিনবাজারে প্রচারে বিজেপি সাংসদ, পাল্টা তোপ তৃণমূল বিধায়কেরও
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জিএসটি ছাড়কে সামনে রেখে জলপাইগুড়ির দিনবাজারে প্রচারে নামলেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়। জিএসটি ছাড়ের ফলে ক্রেতাদের কতটা সুরাহা হল, তা সরেজমিনে খতিয়ে দেখতে আজ, শুক্রবার বাজারে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথাও বলেন তিনি। দু’দিন আগেই তিনি জলপাইগুড়ি শহরের ওষুধ, প্রসাধনী, গার্মেন্টস ও মুদির দোকানের পাশাপাশি গাড়ি-বাইকের শোরুমও ঘুরে দেখেন। সাংসদের দাবি, জিএসটি ছাড় মিলতেই বেচাকেনা বেশ খানিকটা বেড়ে গিয়েছে। ফলে চাঙ্গা হচ্ছে বাজার। আগের থেকে অনেকটা কম দামে জিনিসপত্র পাওয়ায় খুশি ক্রেতারাও।অন্যদিকে, জিএসটি নিয়ে বিজেপি সাংসদ প্রচারে নামতেই পাল্টা দিতে ছাড়ছে না তৃণমূলও। জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের তোপ, সাংসদকে সারাবছর এলাকার মানুষ দেখতেই পান না! এমপি তহবিলের টাকায় তিনি কোথায়, কী কাজ করেছেন তার হিসেবও দিতে পারবেন না। আর এখন জিএসটি নিয়ে প্রচারে নেমেছেন। আসল কথা হল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার প্রতিবাদের জেরেই জিএসটি কমাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে আমরাও পাল্টা প্রচারে নামব।
  • Link to this news (বর্তমান)