ব্যাপক ঝড়-বৃষ্টিতে রাজ্য সড়কে ভেঙে পড়ল তোরণ, দু’ঘন্টা বন্ধ যান চলাচল
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, পুরুলিয়া: প্রবল ঝড়, বৃষ্টির জেরে রঘুনাথপুর মহকুমা এলাকায় ক্ষয়ক্ষতি। রাজ্য সড়কের উপর ভেঙে পড়ল তোরণ। আজ, শুক্রবার বৃষ্টির পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়। যার ফলে রঘুনাথপুর শহরে দুর্গাপুজো উপলক্ষ্যে দেওয়া বিজ্ঞাপনের একটি একটি তোরণ ভেঙে পড়ে। এর ফলে রাজ্য সড়কের একাংশে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় রঘুনাথপুর রাজ্য সড়কের এক সাইডে প্রায় দু’ঘন্টা ধরে যান বন্ধ ছিল। কিন্তু অপর সাইড দিয়ে যান চলাচল সচল রাখা হয়। অপরদিকে, ঝড়ের ফলে রামকানালি স্টেশনের অদূরে একটি সাইকেল গ্যারেজের উপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে। যার জেরে গ্যারেজে থাকা বেশ কয়েকটি সাইকেল ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি। ওই গ্যারেজের মালিক অশোক বাউরি বলেন, হঠাৎই বিশাল একটি গাছ গ্যারেজের উপর ভেঙে পড়ে। অনেকগুলি সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।