সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিক দৃষ্টিকোণ থেকে উত্তর ভারতের সঙ্গে তামিলনাড়ুর মহিলাদের তুলনা করে বিতর্ক বাঁধালেন তামিলনাড়ুর মন্ত্রী টিআরবি রাজা। তাঁর দাবি, ‘এখনও হিন্দি বলয়ে পতির পুণ্যেই সতীর পুণ্য।’ তাঁর এহেন মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নিয়েছে। মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর শিল্পমন্ত্রী রাজা বলেন, ”তামিলনাড়ুর সঙ্গে ভারতের যে কোনও রাজ্যের মহিলাদের মধ্যে বিস্তর ফারাক। আজ থেকে ১০০ বছর আগে ভারতীয় মহিলাদের মানুষ বলে গণ্য করা হত না। সেখান থেকে আজও উত্তর ভারতের পরিস্থিতি বদলায়নি।” একইসঙ্গে বলেন, “উত্তর ভারতে আজও যখন আমরা কোনও মহিলার সঙ্গে দেখা করি, সেখানে প্রথম প্রশ্ন ওঠে আপনার স্বামী কী করেন? কিন্তু তামিলনাড়ুর ক্ষেত্রে মহিলাদের প্রশ্ন করা হয় আপনি কী করেন? এই বিরাট পরিবর্তন রাতারাতি সম্ভব হয়নি। এখানে এই পরিবর্তন আনতে একযুগ সময় লেগেছে।”
তামিলনাড়ুর মন্ত্রীর এই মন্তব্য সামনে আসার পর বিতর্ক চরম আকার নিয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা এই মন্তব্যের বিরোধিতা করে সোশাল মিডিয়ায় লেখেন, ‘আরও একবার ডিএমকে সীমা পার করল। তাঁর ঘৃণ্য মন্তব্য উত্তরপ্রদেশ, বিহার-সহ গোটা উত্তর ভারতের অপমান।’ তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন বলেন, “এটাই ডিএমকের সংকীর্ণ মানসিকতার নমুনা। ডিএমকে নারী বিদ্বেষী। তামিলনাড়ুর মহিলারাও এই মন্তব্যকে মেনে নেবে না। এই মন্তব্য দুর্ভাগ্যজনক। জনগণের উচিত ডিএমকে-কে শাস্তি দেওয়া। আপনি কীভাবে একজন মায়ের উদ্দেশে বৈষম্যজনক মন্তব্য করতে পারেন? এটা সস্তার রাজনীতি।”