ট্রলি না পেয়ে ৩ ঘণ্টা পড়ে থেকে রোগীর মৃত্যু! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বিক্ষোভ
প্রতিদিন | ২৭ সেপ্টেম্বর ২০২৫
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। ট্রলির অভাবে ওই রোগীকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা সম্ভব হয়নি বলে অভিযোগ। তিনঘণ্টা সেভাবেই পড়েছিলেন ওই রোগী! পরে ট্রলি পাওয়া গেলেও বাঁচানো সম্ভব হয়নি ওই ব্যক্তিকে। ঘটনা ঘিরে হাসপাতালে তীব্র উত্তেজনা দেখা যায়।
মৃতের নাম বিশ্বজিৎ দাস। তাঁর বাড়ি বাগডোগরা সমরনগরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। প্রায় মুমূর্ষু অবস্থায় তাঁকে এদিন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এমার্জেন্সি বিভাগে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেছিলেন চিকিৎসকরা। তাঁরা ওই রোগীকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রেফার করেছিলেন। কিন্তু এমার্জেন্সি থেকে মেডিসিন বিভাগে তাঁকে নিয়ে যেতে সময় লেগে গেল তিন ঘণ্টা! অভিযোগ, হাসপাতালে ওই রোগীকে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রলিও পাওয়া যায়নি। পরিবারের লোকজন হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরেও একটি ফাঁকা ট্রলি জোগাড় করতে পারেননি!
ট্রলির অভাবে তিন ঘণ্টা ওই রোগী কার্যত বিনা চিকিৎসায় এমার্জেন্সিতেই পড়েছিলেন! অভিযোগ, ২০০ টাকার বিনিময়ে পরে ট্রলির জোগাড় হয়েছিল। কিন্তু ওই ট্রলিতে তুলে রোগীকে মেডিসিন ওয়ার্ড অবধি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনেই তিনি মারা যান! এরপরেই মৃতের পরিবারের তরফে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করা হয়।
হাসপাতালের ডেপুটি সুপার ডা: সুদীপ্ত মণ্ডল জানিয়েছেন, ট্রলি না পেয়ে মৃত্যুর কথা শোনা গিয়েছে। এমার্জেন্সি বিভাগের কাছে ট্রলিরুম আছে। সেখানে নিরাপত্তারক্ষীও থাকে। কিন্তু এক্ষেত্রে কেন রোগীর পরিবার ট্রলি পেল না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। ট্রলি দেওয়া হয়নি, সিসিটিভিতে সেই ফুটেজ ধরা পড়লে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে খবর।