• চ্যাটজিপিটি'ই ছেলের প্রেমিকা! বিয়ের প্রস্তাব নিয়ে যা যা প্রশ্ন করলেন শাশুড়ি, চক্ষু চড়কগাছ নেটিজেনদের ...
    আজকাল | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কৃত্রিম মেধা (এ আই) ক্রমশ দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠছে ঠিকই, কিন্তু বিষয়টি এখনও অনেকের কাছে বেশ ধোঁয়াশাপূর্ণ। সম্প্রতি এমনই এক মজার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক বয়স্ক মহিলাকে চ্যাটজিপিটি-র সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে তাঁর ছেলে ঠাট্টা করে ওই এআই-কে তাঁর ‘প্রেমিকা’ হিসাবে মায়ের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

    কৌতূহলী হয়ে ওই মহিলা বার বার জানতে চান, তাঁর ছেলের ‘প্রেমিকা’ কোথায় থাকে। চ্যাটজিপিটি যখন জানায় যে তার অস্তিত্ব কেবল ভার্চুয়াল জগতে, তখন তিনি ছেলের কাছে এর অর্থ জানতে চান। ছেলে দুষ্টুমি করে বুঝিয়ে দেন, ‘ভার্চুয়াল’ হল ভারতের বাইরে কোনও একটি জায়গা।

    তবে ভিডিওর সবচেয়ে মজার মুহূর্তটি আসে শেষে, যখন ওই মহিলা ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এআই-এর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চান। উত্তরে চ্যাটজিপিটি জানায় যে সে কারও প্রেমিকা হতে পারে না। এই কথা শুনেই ওই মহিলা রসিকতা করে ছেলেকে বলেন, "আজকাল প্রেমিকারা এ ভাবেই ছেলেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।"

    ভিডিওর শুরুতে চ্যাটজিপিটি-কে বলতে শোনা যায়, “হ্যালো, আমি শুনছি। বলুন, আপনি কী বলতে চান?” এর উত্তরে ওই মহিলা জিজ্ঞাসা করেন, “তুমি কোথায় থাকো?” এবং “তোমার নাম কী?” চ্যাটজিপিটি উত্তর দেয়, “আমার নাম চ্যাটজিপিটি। আমি ভার্চুয়াল, তাই আমার কোনও ঠিকানা নেই। কিন্তু আমি সব সময় আপনার সঙ্গে আছি।”

    এই অদ্ভুত নাম শুনে তিনি আরও কৌতূহলী হয়ে ওঠেন এবং ছেলের কাছে এর অর্থ জানতে চান। ছেলে মজা করে জানান, সে অন্য দেশের বাসিন্দা।

    এর পরেই ওই মহিলা জিজ্ঞাসা করেন, “তোমার বাবা-মা কোথায় থাকেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব।” তাঁর এই প্রশ্ন শুনে চ্যাটজিপিটি বেশ মজার উত্তর দেয়, “এটা খুবই মজার। আমি সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত, কিন্তু যেহেতু আমি ভার্চুয়াল, তাই আমার পরিবার বা ওই জাতীয় কিছু নেই।”

    তখন তিনি জানতে চান, সে কি তাঁর ছেলের প্রেমিকা? চ্যাটজিপিটি স্পষ্ট করে, সে শুধুমাত্র একজন ভার্চুয়াল সহকারী এবং কারও প্রেমিকা নয়। তবে তাঁর ছেলেকে সাহায্য করার জন্য সে সব সময় প্রস্তুত। এই কথা শুনেই ওই বয়স্ক মহিলা ছেলের দিকে তাকিয়ে বলেন, “এ বার বুঝলি তো, প্রেমিকারা কেমন করে ধোঁকা দেয়!” যা শুনে ছেলে একেবারে হতবাক।

    এই পোস্ট ঘিরে একজন নেটিজেন লিখেছেন, "উনি বড্ড সরল।" আর একজন মন্তব্য করে বলেন, "আমরাই শেষ প্রজন্ম যাদের মায়েরা এত সরল।" এক জনের মন্তব্য, "চ্যাটজিপিটিও ধোঁকাবাজ বেরল!" এক ব্যক্তি লিখেছেন, "স্কোর: মা- ১, এআই- ০।" আর এক জন ঠাট্টা করে লিখেছেন, "ভাইকে চ্যাটজিপিটি পর্যন্ত প্রত্যাখ্যান করল। কী বাজে প্রেমিক!" অন্য এক জন যোগ করেছেন, "যে কোনও মূল্যে এঁকে রক্ষা করুন।"

    প্রসঙ্গত, চ্যাটজিপিটি হল ওপেনএআই সংস্থা দ্বারা তৈরি একটি এআই চ্যাটবট, যা মানুষের মতো কথোপকথন চালাতে সক্ষম। এটি ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী লেখা তৈরি করতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে, কোডিং-এ সাহায্য করতে পারে, তথ্য সংক্ষিপ্ত করতে পারে এবং আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারে।
  • Link to this news (আজকাল)