ওরা এতদিন কী করছিল, বিহারে মহিলা প্রকল্প নিয়ে প্রশ্ন প্রিয়াঙ্কার
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
মোতিহারি (বিহার): নারী ক্ষমতায়নের বার্তা দিয়ে এদিন ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইদিনই মোদির সঙ্গে কার্যত সম্মুখ সমরে নেমেছেন প্রিয়াঙ্কা। মোতিহারির সভায় প্রিয়াঙ্কা বলেন, এতদিন ধরে ওরা ক্ষমতায় রয়েছে, আগে কেন ভাবেনি? এখনও নিশ্চিয়তা দিতে পারছে না মহিলারা প্রতি মাসে ১০ হাজার টাকা করে পাবে। আগামী বিধানসভা ভোটে মা-বোনেরা ওদের উচিত শিক্ষা দেবে।
বিহারে মহিলাদের মন জয়ে শুরু হয়েছে প্রিয়াঙ্কার ১০ দিন ব্যাপী যাত্রা। তাঁকে দেখতে এদিন মোতিহারিতে উপচে পড়েছিল আমজনতার ভিড়। তাঁদের উদ্দেশে কংগ্রেস নেত্রীর প্রথম কথা, ‘কা হাল বা?’ (কী অবস্থা?) নিজেদের ভাষায় সম্ভাষণ শুনে উল্লাসে ফেটে পড়ে জনতা। এর পরেই এনডিএ-কে নিশানা করে ওয়েনাড়ের সাংসদ জানান, শেষ পর্যন্ত বিজেপির লক্ষ্য একটাই—যে কোনও মূল্যে ক্ষমতা দখল। প্রিয়াঙ্কা বলেন, ‘এতদিন পর্যন্ত জাতপাতের ভিত্তিতে বিভাজন করত বিজেপি। অনুপ্রবেশের ধুঁয়ো তুলত। এখন তারা বুঝতে পেরেছে, পুরনো কৌশল আর চলবে না। সেই কারণে তারা ভোট চুরির পথে হাঁটছে।’
বিজেপিকে নিশানা করার পাশাপাশি দাদা রাহুলের হয়েও সওয়াল করেন তিনি। বলেন, ‘আমার ভাই বলে নয়, রাহুল গান্ধী সত্যিকারের দেশপ্রেমী। কারণ একজন প্রকৃত দেশপ্রেমীই মানুষের কথা শোনার জন্য চার হাজার কিলোমিটার হাঁটতে পারেন।’