• লক্ষ্য বিহারের মহিলা ভোটারদের মন জয়, বিশেষ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর, ৭৫ লক্ষ অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • পাটনা: কল্পতরু নরেন্দ্র মোদি। ভোটমুখী বিহারে মহিলাদের মন জয়ে চেষ্টার কোনও কসুর রাখছে না গেরুয়া শিবির। শুক্রবার বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার উদ্বোধন করে ৭৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ৭ হাজার ৫০০ কোটি টাকার এই প্রকল্পের সূচনা বলে বিহারের এনডিএ সরকারের তরফে জানানো হয়েছে। তাদের দাবি, এই প্রকল্পের মাধ্যমে মহিলারা যেমন পছন্দের জীবিকা নির্বাহের সুযোগ পাবেন, তেমনই তাঁদের অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ক্ষমতায়নও ঘটবে। এদিন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন মোদি। পাটনায় সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ অন্যরা। রাজ্যের বিপুল সংখ্যক মহিলাও ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদান করেন।

    উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকেই ফের আরজেডিকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, লালুপ্রসাদ যাদবের দল ক্ষমতায় থাকাকালীন বিহারের মহিলাদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। প্রধানমন্ত্রী জানান, আরজেডির আমলে বিহারে রাস্তা ছিল না। আইনশৃঙ্খলার বেহাল দশা ছিল। কিন্তু নীতীশ কুমারের আমলে রাস্তার সঙ্গে আইনশৃঙ্খলারও উন্নতি হয়েছে। মহিলারা এখন নিরাপদ বোধ করছেন। 

    মহিলাদের উদ্দেশে মোদির বার্তা, ‘এখন বিহারের মহিলাদের দু’জন ভাই আছেন—নীতীশ ও মোদি। তাঁরা আপনাদের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।’ প্রধানমন্ত্রী জানান, এদিন যে প্রকল্পের সূচনা হয়েছে, তার সুবিধা পাবেন বিহারের প্রায় ৭৫ লক্ষ মহিলা। জীবন ধারণের জন্য কাজ শুরু করতে তাঁরা প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাবেন। মোদির দাবি, খুব শীঘ্রই দেশের মধ্যে সবচেয়ে বেশি ‘লাখপতি দিদি’ পাওয়া যাবে বিহারে।
  • Link to this news (বর্তমান)