জুবিনের মৃত্যু: সাক্ষীদের ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
গুয়াহাটি: সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় সাক্ষীদের আগামী ১০ দিনের মধ্যে হাজিরা দিতে বলল সিআইডি। গায়কের মৃত্যুর তদন্তে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল (সিট) গড়েছে অসম সরকার। বৃহস্পতিবার তারা জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতিকে গ্রেফতারও করেছে। সিআইডি সূত্রে খবর, তদন্তের জন্য গুয়াহাটিতে শুক্রবার ফের তল্লাশি চালানো হয়েছে। নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তর বাড়িতে তল্লাশি চলেছে। এর আগে গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ড্রামার শেখরজ্যোতি গোস্বামীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় শেখরকে। তিনি দীর্ঘদিন ড্রামার হিসেবে জুবিনের ব্যান্ডে বাজাতেন। সাউন্ড ইঞ্জিনিয়ার, মিউজিক প্রোডিউসার, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতেন তিনি। জুবিনের মৃত্যুর পর তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, জুবিন সাঁতার কাটতে গিয়ে আচমকা ডুবে যান। পরে তাঁর মুখ, নাক দিয়ে গাঁজলা বের হতে শুরু করে। তিনি জুবিনের মাথা জল থেকে তুলে ধরেন। সাহায্যের জন্য ডাকেন সকলকে। জানা গিয়েছে, শেখরের এই বক্তব্যেই অসংগতি পেয়েছে পুলিশ।