ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে ভালোই কাজ হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে অগত্যা রাশিয়াকে চাপ দিচ্ছে ভারত। ইতিমধ্যেই দিল্লি থেকে পুতিনের কাছে ফোন গিয়েছে। ইউক্রেন নিয়ে মস্কোর কী পরিকল্পনা রয়েছে, তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এমনই দাবি করলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। এদিন নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকেই এহেন মন্তব্য করেছেন ন্যাটো প্রধান। তারপরই জল্পনা শুরু হয়েছে। যদিও এই দাবি খারিজ করে দিয়েছে দিল্লি। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই দাবি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। মোদি ও পুতিনের মধ্যে এমন কোনও ফোনালাপ হয়নি। ন্যাটোর প্রধানের কাছ থেকে জনসমক্ষে এধরনের মন্তব্য আশা করা যায় না।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুট বলেন, ‘রাশিয়া থেকে তেল কেনে ভারত। আর তাতেই শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই চড়া শুল্ক রাশিয়ার পাশাপাশি ভারতকেও বিপাকে ফেলেছে। তাই পুতিনকে ফোন করেছেন মোদি। আর বারবার জিজ্ঞাসা করছেন - পুতিন আমি আপনাকে সমর্থন করি। কিন্তু ইউক্রেন নিয়ে আপনাদের রণকৌশল কী?’