• লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প হরিয়ানাতেও
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • চণ্ডীগড়: বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে এবার বিজেপি শাসিত হরিয়ানাতেও চালু হল মহিলাদের জন্য নতুন প্রকল্প। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ‘দীনদয়াল লাডো লক্ষ্মী’ যোজনার উদ্বোধন করেন। এই প্রকল্পের অধীনে ২৩ থেকে ৬০ বছর পর্যন্ত বয়সি মহিলারা মাসে ২ হাজার ১০০ টাকা করে পাবেন। যে সব মহিলার পারিবারিক উপার্জন বার্ষিক এক লক্ষ টাকা, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাইনি জানান, সমাজের সব স্তরের মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দফায় ২০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। এর জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে সরকারের খরচ হবে ৫ হাজার কোটি টাকা।

    এর আগে বিজেপি শাসিত মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশেও ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে মহিলাদের জন্য প্রকল্প চালু হয়েছিল। এবার একই পথে হাঁটল হরিয়ানাও। 

    বৃহস্পতিবার এক অনুষ্ঠানে হরিয়ানার মু্খ্যমন্ত্রী জানান, মহিলারা সুরক্ষিত থাকলেই একটি দেশের উন্নতি হয়। হরিয়ানা নারী ক্ষমতায়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও  জানান, দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনায় নাম নথিভূক্ত করার জন্য নতুন মোবাইল অ্যাপ নিয়ে আসা হয়েছে। পুরো প্রক্রিয়াটাই হবে ডিজিটাল মাধ্যমে। ফলে মহিলাদের সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। অ্যাপ চালু হওয়ার পরেই ৮ হাজার আবেদন জমা পড়েছে বলে হরিয়ানা সরকার সূত্রে খবর।
  • Link to this news (বর্তমান)