• ভুয়ো এনকাউন্টার? মাও-নেতার দেহ সংরক্ষণের নির্দেশ
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি:  ছত্তিশগড়ে নিহত মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য কাট্টা রামচন্দ্র রেড্ডির দেহ সংরক্ষণের নির্দেশ দিল শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও এ জি মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পুজোর ছুটির পর হাইকোর্টে মামলার শুনানি শুরু না হওয়া পর্যন্ত মৃতদেহ সৎকার করা যাবে না। 

    গত ২২ সেপ্টেম্বর ছত্তিশগড়ের নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু দাদা ওরফে কাট্টা রামচন্দ্র রেড্ডি এবং কোসা দাদা ওরফে কাদরি সত্যনারায়ণ রেড্ডি। ইতিমধ্যেই কোশা দাদার দেহ সৎকার হয়ে গিয়েছে, কিন্তু রাজু দাদার দেহটি হাসপাতালেই রাখা আছে। কারণ তাঁর পরিবারের অভিযোগ, পুলিশের এনকাউন্টারের তত্ত্ব ভুয়ো। বিষয়টা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে এবং মাওবাদী নেতার সেহ সংরক্ষণের আর্জি জানিয়ে তাঁর ছেলে রাজা চন্দ্র শীর্ষ আদালতে আবেদন করেন। তাঁর আইনজীবী কলিন গনজালভেস আদালতে জানান, রামচন্দ্র রেড্ডিকে ভুয়ো এনকাউন্টারে হত্যা করা হয়েছে। মৃত্যুর পর দেহ সরানোর চেষ্টা করে পুলিশ। তবে রাজ্য পুলিশের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতার দাবি, দুই মাওবাদী ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও বলেন,  সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং সহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এই আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হাইকোর্টকেই দিয়েছে সুপ্রিম কোর্ট। পুজোর ছুটির পর মামলার শুনানি শুরু হবে। ততদিন অবধি ছত্তিসগড় সরকারকে নিহত শীর্ষ মাওবাদী নেতার দেহ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)