বেরিলি: পোস্টার সরানো ও এফআইআরের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন জায়গায়। কানপুরে ৪ সেপ্টেম্বর ওই পোস্টার সরিয়ে দেওয়া হয়। শুক্রবার বেরিলিতে নামাজের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন ছিল। অভিযোগ, পুলিশের সামনেই উত্তেজক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। হঠাৎ করেই পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে তারা। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বেরিলির আইজি অজয় সাইনি বলেছেন, ১০ জন পুলিশ ওই ঘটনায় আহত হয়েছেন। ওই আক্রমণ ষড়যন্ত্র করেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। একই ধরনের ঘটনা ঘটেছে মউ, বাগপত, উন্নাও, মহারাজগঞ্জ, লখনউ, কৌশাম্বী, কর্ণাটকের দেবনাগিরি, গুজরাতের গান্ধীনগর ও মুম্বইয়ের মালভানিতেও। এদিকে, ওই পোস্টারের পালটা পোস্টার পড়েছে বারাণসীতে।