• ২৬ হাজার চাকরি বাতিল মামলা, পরীক্ষা দিয়েই চাকরি পেতে হবে ক্যান্সার আক্রান্তকে: সুপ্রিম কোর্ট
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্যান্সার আক্রান্ত হলেও চাকরিতে বহাল রাখা যাবে না। পরীক্ষা দিয়েই নতুন করে চাকরি পেতে হবে। স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় শুক্রবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলক আরাধের বেঞ্চ জানিয়ে দেয়, আর্থিক অনটন থাকলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্য চাইতে পারেন আবেদনকারী। কিন্তু চাকরি নয়। 

    ‘পুরো নিয়োগ প্রক্রিয়াই কলুষিত’, এই মন্তব্য করে স্কুল সার্ভিস কমিশনের মামলায় ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। ক্যান্সার আক্রান্ত হওয়ায় স্রেফ চাকরি বজায় রয়েছে সোমা দাস নামে শিক্ষিকার। মানবিকতার কারণেই গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট এই রায় শুনিয়েছিল। একইভাবে বর্তমানে সৌমি বিশ্বাস নামে এক ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা স্কুল সার্ভিস কমিশনেরই মামলায় শীর্ষ আদালতে আবেদন করেন। এদিন শুনানিতে তাঁর আইনজীবী বলেন, আমার মক্কেল অযোগ্য বা দাগী নয়। গত মে মাসে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ১৫ তারিখ নতুন নিয়োগের পরীক্ষাতেও বসেছেন। তবে তার এক সপ্তাহ আগেই কেমো নিয়েছেন। তাই পরীক্ষায় পাশ করা কঠিন।  সেক্ষেত্রে চাকরি থাকবে না। পরিবারে অর্থেরও টানাটানি। চাকরি না থাকলে মারাই যাবেন হয়তো। তাই মানবিকতার কারণে ঠিক যেভাবে সোমা দাসের চাকরি বহালের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, একইভাবে সৌমি বিশ্বাসকেও সেই সুযোগ দেওয়া হোক। যদিও আবেদন শুনে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, আমরা অমানবিক নই। তবে রায়দান হওয়ার পর এভাবে একজনের জন্য কিছু করা যায় না। যেখানে পুরো ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হয়েছে, সেখানে কী করে মাত্র একজনের জন্য ভিন্ন নিয়ম হতে পারে? তাছাড়া আবেদনকারী তো পরীক্ষায় বসেছেন। এতদিন শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। তা নিশ্চয় পরীক্ষায় কাজে লাগিয়েছেন। তাছাড়া রেজাল্ট বেরয়নি। 
  • Link to this news (বর্তমান)