নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ন’বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় দোষী সাব্যস্তের ২০ বছরের কারাদণ্ড। আজ, শুক্রবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর এই সাজার নির্দেশ দেন। ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ৩ অক্টোবর। তার পরেরদিন অর্থাৎ ৪ অক্টোবর বিষয়টি নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার এক বছরের মধ্যেই আজ সাজা ঘোষণা হল আদালতে।মামলার সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, দোষী সাব্যস্ত ব্যক্তির বাড়ি নাবালিকার পাড়াতেই। খাবার দেওয়ার লোভ দেখিয়ে মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় সে। এরপর ফাঁকা বাড়িতে তাকে যৌন নিগ্রহ করে। নাবালিকার বোন বিষয়টি দেখে ফেলে। বাড়িতে এসে বিষয়টি জানিয়ে দেয় সে। এরপরই নাবালিকার বাবা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আদালতে জমা পড়া যাবতীয় তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। ২০ বছরের জেল এবং দোষীকে বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদালত। অনাদায়ে আরও দুই মাসের জেল। পাশাপাশি নির্যাতিতা নাবালিকাকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা দিতেও বলা হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে।জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়। অভিযুক্তকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার মহিলা এসআই উপাসনা গুরুং ৩০ নভেম্বর আদালতে মামলার চার্জশিট জমা দেন। এরপর আজ ওই মামলায় সাজা ঘোষণা হয়।