• বারুইপুরে পুজোর থিম সত্যজিৎ রায় থেকে পাখির বাসা
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: পুজো আসতে হাতে গোনা কয়েকদিন। চারদিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তাদের মধ্যে বারুইপুরের উকিলপাড়া দুর্গোৎসব সমিতির পুজো এবারে ৬৮ বছরে পড়েছে। রামসাধন স্কুলের মাঠে হয়েছে পুজো মণ্ডপ। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায় এবারের থিম এই পুজো কমিটির। পুজো মণ্ডপে ঢুকলে দেখা যাবে প্রফেসর শঙ্কু থেকে শুরু করে গোয়েন্দা ফেলু মিত্তিরকে। আছে তাঁদের ছবির পোস্টার। রয়েছে চারুলতা, পথের পাঁচালি, হীরক রাজার দেশে, গুপী গাইন বাঘা বাইন সহ একাধিক সিনেমার কাহিনী। থাকবে স্বয়ং সত্যজিৎ রায়ের বিভিন্ন পোজের ছবি। পুজো কমিটির কর্তা নিরুপম দাস বলেন, বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়েই আমাদের এমন পরিকল্পনা। এটা অবশ্যই দর্শনার্থীদের নজর কাড়বে।

    পাশাপাশি, বারুইপুর স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম সংলগ্ন কিশোর সঙ্ঘ ও বারুইপুর রেলওয়ে স্টাফদের পুজো এবারে ৪৮ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা স্বপন নস্কর ও দেবাশিস দাস বলেন, এবারে আমাদের থিম বিপন্ন বিহঙ্গ। বিশ্ব উষ্ণায়নের ফলে পাখিদের অস্তিত্ব সঙ্কটে। তাদের অবস্থাই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি থাকবে বিশেষ আলোকসজ্জা। প্রতিমা অবশ্য সাবেকি। এই পুজোকে ঘিরে মেলা বসে যায় মাঠে।

    অন্যদিকে, চম্পাহাটি বান্ধব সমিতির পুজো এবারে ৭৭ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা অখিল মণ্ডল বলেন, এবারে আমাদের থিম ভক্তিই হল শক্তি। রাজস্থানের প্রাচীন মন্দিরের আদলে নির্মিত হচ্ছে পুজো মণ্ডপ। এখানে দর্শনার্থীরা প্রবেশ করলে তাঁদের ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। পাশাপাশি, চন্দননগরের অনুকরণে আলোকসজ্জা থাকবে। চম্পাহাটি জুনিয়র স্টাফের সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৩৩ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা অসিতবরণ মণ্ডল বলেন, এবারে আমাদের ভাবনা স্বর্গ ও নরক। নরকে থাকবেন মহিষাসুর আর স্বর্গে মা দুর্গা। তুলো দিয়ে পাহাড় নির্মিত হচ্ছে। স্বর্গ ও নরকে কেমন পরিবেশ, সেটাই ফুটিয়ে তোলা হচ্ছে শিল্পের মাধ্যমে।
  • Link to this news (বর্তমান)