নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সাবেকিয়ানা পুজোয় পরিবেশ রক্ষার আহ্বান। তাই পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়েই সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। বাঁশ ও বেত দিয়ে বোনা কুলো, ধামা, ঝুড়ি দিয়ে এবার মণ্ডপসজ্জা করেছে সল্টলেকের এ এইচ ব্লকের পুজো। ভিতরে শিল্পী সুনয়ন পালের তৈরি সাবেকি মাতৃপ্রতিমা। এ এইচ ব্লকের সম্পাদক আশিস দত্ত বলেন, আমাদের পুজো এবার ৪৩ বছরে পদার্পণ করল। আমাদের পুজোয় এখনও পুরোনো আড্ডা, গল্প সবই বজায় রয়েছে। সকলে মিলে তিনদিন খাওয়া-দাওয়া হয়।
রাজারহাট মেন রোডের কালীপার্কের ‘সিলভারওক এস্টেটে’র পুজোয় এবার দেখা যাবে, সবুজের কোলে দুর্গা। প্রকৃতি রক্ষা করার আহ্বান জানিয়ে এবার অভিনব পুজো করছে এই কমিটি। থিমের নাম দেওয়া হয়েছে, ‘প্রকৃতি মা, সবুজে আমাদের বিশ্বাস’। প্রাকৃতিক উপাদানে মণ্ডপসজ্জা করা হয়েছে।