• ভিলেন বৃষ্টিতে দর্শনার্থীদের ঢলে কিছুটা ভাটা, সপ্তাহান্তে ভিড়ের আশায় কল্যাণী
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • অভিষেক পাল, কল্যাণী: পুজোয় সাধারণত কলকাতা ছাড়তে চান না অধিকাংশ বাঙালি। তবে আজকাল কলকাতার বাইরে যাচ্ছেন অনেকে। কারণ কল্যাণীর জাঁকজমক। সেখানে যেতে একপায়ে খাড়া সবাই। মহালয়ার দিন মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। অবশ্য তার আগে থেকেই সে উপনগরীর পুজো মণ্ডপগুলিতে ভিড় জমা শুরু। সেখানকার স্থানীয় বাসিন্দাদের অবশ্য বক্তব্য, গত কয়েক বছরের তুলনায় এবার ভিড় একটু কম। কেন? অনেকে বলছেন, বৃষ্টির জন্য ঝুঁকি নিচ্ছেন না অনেকে। যদি এত দূর এসে আটকে পড়তে হয়, সেই চিন্তা থাকছেই। এই কারণে এবছর কল্যাণীর ভিড় একটু কম হচ্ছে। তবে সপ্তাহান্তে বৃষ্টি কমলে সমাগম বাড়বে বলেই আশা উদ্যোক্তাদের।

    কেন কলকাতা ছেড়ে পুজোর সময় কল্যাণীমুখী দর্শনার্থীরা? অধিকাংশ মানুষের বক্তব্য, মুর্শিদাবাদ, বনগাঁ, হুগলি ইত্যাদি বিভিন্ন শহরতলি ও গ্রাম থেকে কলকাতায় পৌঁছনো অনেক সময়সাপেক্ষ। সেখানে কল্যাণী অনেকটাই কম সময় পৌঁছে যাওয়া যায়। আবার কল্যাণীতে কয়েকটি নো এন্ট্রি রাস্তা ছাড়া সহজেই গাড়ি নিয়ে রাস্তায় ঘোরা যায়। যা কলকাতায় সম্ভব হয় না পুজোর সময়। এছাড়াও একে একে সংখ্যায় বাড়ছে বিগ বাজেটের পুজো। তৈরি হচ্ছে চোখধাঁধানো মণ্ডপ। ফলে ছোট শহর কল্যাণীতে এক জায়গায় পাওয়া যাচ্ছে অনেকগুলি ভালো মাপের পুজো দেখার সুযোগ। ফলে অনেক মানুষের কাছে ঠাকুর দেখার নয়া ডেস্টিনেশন শহর কল্যাণী। কলকাতায় কী আছে যা কল্যাণীতে নেই? এমন একটা বিতর্ক উঠছে। উত্তর, নেই শুধু থিমের পুজো। কল্যাণীর পুজো উদ্যোক্তারা বলেন, আমাদের এখানে বড় মাঠ রয়েছে। তাই আমরা গোটা মাঠ ব্যবহার করে বড় আকারের মণ্ডপ তৈরি করতে পারি। তার সঙ্গে আইটিআই মোড়ে বসে বিরাট মেলা। আবার কলকাতার ম্যাডক্স স্কোয়ারের মতো এখানেও আছে তরুণ-তরুণীদের আড্ডা দেওয়ার মতো জায়গা, সেন্ট্রাল পার্ক।

    রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান রায়ের স্বপ্ননগরী কল্যাণী শহর নিরিবিলি, সাজানো ও পরিষ্কার-পরিচ্ছন্ন। ফলে সেই পরিবেশে ঠাকুর দেখার সুযোগ অনেকে হাতছাড়া করতে চান না। পুজোর সময় শহরের প্রধান রাস্তাগুলি সকাল থেকে রাত পর্যন্ত কম বেশি ভিড় থাকছে। বড় পুজো মণ্ডপগুলিতে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখছেন দর্শকরা। কল্যাণীর পুরপ্রধান নীলিমেশ রায়চৌধুরী বলেন, ‘নিরিবিলি শহরে বড় পুজো উপভোগ করছেন মানুষ। তবে দর্শনার্থীদের কাছে আমাদের আবেদন, তাঁরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করুন।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)