সোনার বাংলা গড়ার আগে কেন সোনার গুজরাত, বিহার, ইউপি, ত্রিপুরা হল না? তোপ অভিষেকের
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার দিকে তাকানোর আগে বিজেপি নেতাদের ডবল ইঞ্জিনের শাসিত রাজ্যগুলির দিকে নজর দেওয়ার পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো বিজেপির কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতারা যখন ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন, তখন পালটা সুর আরও চড়া করলেন তৃণমূল সেনাপতি। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অমিত শাহ বলছেন সোনার বাংলা তৈরি করবেন। তার আগে ওদের কাছে জিজ্ঞাসা, সোনার উত্তপ্রদেশ, সোনার মধ্যপ্রদেশ, সোনার ত্রিপুরা, সোনার বিহার, সোনার অসম গড়তে পেরেছেন? পাটনার প্রধান সড়ক বসে গিয়ে গাড়ি ধসে পড়ল। সেখানে কেন সোনার বিহার হল না? গুজরাত, মধ্যপ্রদেশে প্রতিদিন সেতু ভেঙে পড়ছে। সোনার ব্রিজ কেন তৈরি হয়নি সেখানে?
ভোট এলেই বিজেপি নেতাদের প্রতিশ্রুতি দিতে দেখা যায়। কিন্তু ভোট শেষের পর প্রতিশ্রুতির বাস্তবায়ণ আর হয় না। আম জনতা সুরাহাও পান না। ঠিক এই প্রসঙ্গেই অভিষেক বলেছেন, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বাংলায় ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে। তাহলে কেন ত্রিপুরা, অসম বা রাজস্থানে তার করছে না? কেন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি হাজার টাকা করে প্রদান করা হচ্ছে না? বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দেয়, সেগুলি কেন নিজেদের রাজ্যে পূরণ করে না?
সদ্য অতিভারী বৃষ্টিপাতের ফলে কলকাতা আংশিক জলমগ্ন হয়েছিল। এই প্রাকৃতিক দুর্যোগ নিয়েও বিজেপি যে ধরনের রাজনীতি করছে, তার
প্রেক্ষিতে গেরুয়া শিবিরের গায়ে ‘বাংলা বিরোধী’ তকমা সেঁটে দিয়েছেন অভিষেক। তাঁর প্রশ্ন, শহর জলের তলায় থাকলে অমিত শাহ কি দিনভর ঘুরে বেড়াতে পারতেন? ছবি: পিটিআই