নিয়োগ দুর্নীতির শেষ মামলায় জামিন পার্থর, পুজোতে থাকতে হচ্ছে জেলেই
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতির শেষ মামলাতেও জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না তাঁর। ফলে এবারের পুজোও জেলেই কাটাতে হবে পার্থকে।
শুক্রবার নিয়োগ দুর্নীতির শেষ মামলায় শর্তসাপেক্ষে পার্থর জামিনের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন সংক্রান্ত মামলার শুনানি শেষ হলেও গত ১৫ সেপ্টেম্বর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন সেই মামলায় জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না। তিনি কোনও সরকারি পদে থাকতে পারবেন না। কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না। পাসপোর্ট জমা রাখার পাশাপাশি তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে তিনি বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি ঘোষ।
ইডি এবং সিবিআইয়ের সব মামলা থেকে জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়কে পুজোর সময় জেলেই থাকতে হবে। কারণ, একটি মামলায় সুপ্রিম কোর্ট শর্ত দিয়েছে, জামিনের বন্ড করার আগে নিম্ন আদালতকে চার্জ গঠন করতে হবে। চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত। পরবর্তী দু’মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে। তার পরেই পার্থকে জামিন দিতে পারবে নিম্ন আদালত। এই শর্তের কারণেই তাঁকে আপাতত কয়েকদিন জেলবন্দি থাকতে হবে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে পার্থকে প্রথম গ্রেফতার করে ইডি। সেদিন থেকেই তিনি জেলে।