• হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হতে চলেছেন ব্যারেটো
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী নভেম্বরে বেঙ্গল সুপার লিগের উদ্বোধন। অভিষেকেই টুর্নামেন্ট জমিয়ে দিতে বদ্ধপরিকর আয়োজকরা। পাশে থাকছে আইএফএ। চমক দেওয়ার একাধিক পরিকল্পনা তৈরি। সব ঠিকঠাক চললে বেঙ্গল সুপার লিগে দেখা যাবে কোচ ব্যারেটোকে। ইতিমধ্যেই হাওড়া ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে মৌখিক সম্মতি জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। চূড়ান্ত চুক্তি স্রেফ সময়ের অপেক্ষা। এর আগে দীর্ঘদিন রিলায়েন্স অ্যাকাডেমির দায়িত্ব সামলেছেন তিনি। তবে সিনিয়র দলে এই প্রথম।  শুধু তাই নয়, ব্যারেটোর সহকারী হিসাবে প্রাক্তন ফুটবলার দীপক মণ্ডলকে চাইছে ম্যানেজমেন্ট। দলের মেন্টর হতে পারেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ। এছাড়াও সুলে মুসা, আলভিটো, ডগলাসের মতো প্রাক্তনদের নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে। 

    বেঙ্গল সুপার লিগ দু’মাস ধরে চলবে। ৮ দলের সঙ্গে একাধিক তারকাকে দেখা যেতে পারে। বোলপুর, শিলিগুড়ি, বর্ধমান, মালদহ সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি দল গোছাচ্ছে।  ইতিমধ্যেই শিলটন পালকে খেলার বিষয়ে প্রস্তাব দিয়েছে বোলপুরের ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দলে তিনজন করে বিদেশি ফুটবলার খেলানো যাবে। প্রতিটি ম্যাচ সম্প্রচারের ঝকঝকে পরিকল্পনাও তৈরি। সবমিলিয়ে বল গড়ানোর অপেক্ষায় বেঙ্গল সুপার লিগ।
  • Link to this news (বর্তমান)