নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় রিজেন্ট পার্কের বাবুরাম ঘোষ রোড এলাকার এক এয়ার হোস্টেস ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতার নাম জয়িতা বসাক (১৯)। পুলিশ সূত্রে খবর, বাড়িতেই তাঁর আচমকা শ্বাসকষ্ট শুরু হয়। এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, গত বছর এপ্রিল মাসে মায়ের মৃত্যুর পর থেকে মাসির বাড়িতে এসে থাকছিলেন ওই তরুণী। একটি বেসরকারি এয়ার হোস্টেস ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্রী ছিলেন তিনি। জন্ম থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাও চলছিল দীর্ঘদিন ধরে। ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।