• ফের মেট্রো ঝাঁপ, দেড় ঘণ্টা বন্ধ টালিগঞ্জ থেকে ময়দান
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চতুর্থীতে দেড় ঘণ্টা ব্যাহত হল নর্থ-সাউথ মেট্রো পরিষেবা। বৃষ্টির আশঙ্কায় আগেভাগেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে আম জনতা। শুক্রবার ১২টা ৫৪ মিনিট নাগাদ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে এক যুবক ট্র্যাকে ঝাঁপ দেন। তার ফলে বেলা প্রায় ২.৩০টে পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল বিঘ্নিত হয়। আত্মহত্যার চেষ্টার এই ঘটনায় মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত রুটে মেট্রো দেড় ঘণ্টা বন্ধ ছিল। ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় উপচে পড়ে। প্যান্ডেল হপিংয়ে বেরোনো প্রচুর মানুষ চূড়ান্ত দুর্ভোগে পড়েন। এই পরিস্থিতির ফায়দা তোলে অটো, ট্যাক্সি, অ্যাপ ক্যাব সহ অন্যান্য গণপরিবহণ। মেট্রোর তরফে জানানো হয়েছে, বেহালার বাসিন্দা, বছর ছাব্বিশের যুবক হারসাত আগরওয়াল আত্মহত্যার চেষ্টা করেছিলেন। লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে জখম ওই যুবককে উদ্ধার করেন মেট্রোকর্মীরা। পরবর্তী সময়ে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
  • Link to this news (বর্তমান)