নারকেলডাঙায় বিজেপি কর্মী হত্যা মামলায় ধৃত সস্ত্রীক মূল অভিযুক্ত
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালে নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুন করা হয়। সেই হত্যা মামলায় অভিযুক্ত এক দম্পতি এবার সিবিআইয়ের জালে। দুই ধৃতের নাম অমিত দাস ও টুম্পা দাস। তাঁরা কলকাতার নারকেলডাঙা থানার জয়নারায়ণ তর্ক লেনের বাসিন্দা। বৃহস্পতিবার তাঁদের গ্রেফতার করা হয় উত্তর ২৪ পরগনার বামনগাছি এলাকা থেকে। ঘটনার পরই তাঁরা কলকাতা থেকে বেপাত্তা হয়ে যান। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সিবিআই সূত্রে খবর, অমিত এই মামলার মূল অভিযুক্ত। শুক্রবার ধৃতদের কলকাতার বিচারভবনে রোহন সিনহার বিশেষ আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের ৪ নভেম্বর পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। সিবিআই জোরালো আপত্তি করে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ২মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন নারকেলডাঙা থানার শীতলা লেনে বাড়ির সামনে নৃশংসভাবে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করলেও পরে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার নেয় সিবিআই। তারা প্রত্যেক পলাতক অভিযুক্তকে ধরতে ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করে। এরপরই একে একে অভিযুক্তরা ধরা পড়ে। আদালতের নির্দেশে অন্যান্য পলাতক অভিযুক্তদের বিরুদ্ধেও জারি রয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। ইতিমধ্যে এই মামলায় চার্জশিট জমা পড়েছে। শুরু হয়েছিল মামলার সাক্ষ্যগ্রহণ পর্বও। মৃত বিজেপি কর্মীর মা আদালতে সাক্ষ্য দেন। তার মধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে থাকে অভিযুক্তরা। মৃতের দাদা বিশ্বজিৎ সরকার এদিন বলেন, ‘আমার ভাইয়ের হত্যা মামলায় দেরিতে হলেও অভিযুক্তরা গ্রেফতার হওয়ায় আমরা খুশি। ন্যায় বিচারের স্বার্থে আমরা শেষ পর্যন্ত আইনি লড়াই চালাব।’ যদিও এদিন ধৃত ওই দম্পতি দাবি করেন, তাঁদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সিবিআই তাঁদের দাবি ভিত্তিহীন বলে জানায়।